মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মো. জসিম উদ্দিন (২৭) নামে এক মাদকাসক্ত নাতির শ্যালো মেশিনের হ্যান্ডেলের আঘাতে জাহানারা বেগম (৭০) নামে এক দাদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগম উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের স্ত্রী।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিনকে আটক করা হয়েছে।
ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান বলেন, মাদকাসক্ত জসিমের সঙ্গে স্ত্রী মুন্নি বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার সকালে ডিজেলচালিত শ্যালো মেশিনের হ্যান্ডেল দিয়ে স্ত্রীকে আঘাত করতে যায় জসিম। এসময় দাদি জাহানারা বেগম তাদের ঝগড়া থামাতে গেলে জসিমের হাতে থাকা হ্যান্ডেলের আঘাতে দাদি জাহানারা আহত হয়।
পরিবারের সদস্যরা আহত অবস্থায় জাহানারা বেগমকে দ্রুত প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে মানিকগঞ্জ মেডিকেলে নেওয়ার পর সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভাসিয়ালি কেষ্টপুর গ্রামের বাসিন্দা আদিল মাহমুদ বলেন, অভিযুক্ত জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তার আচার-আচরণ ছিল হিংস্র। সে প্রায় নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেন এবং পারিবারিক ও সামাজিক অশান্তির জন্য দায়ী ছিলেন। তার উচ্ছৃঙ্খল আচরণের কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। জসিমের এমন অব্যাহত অসামাজিক কর্মকাণ্ডই শেষ পর্যন্ত পারিবারিক কলহের রূপ নিয়েছিল।
সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ ২৫ শয্যা হাসপাতালের পাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এতে মাদকাসক্ত জসিম উদ্দিনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন