রাঙামাটি সাপছড়ি ইউনিয়নে দোপ্পায়াছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কে উল্টে গেছে। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত নয়ন গুহ বলেন, গাড়িটি খুব দ্রুত গতিতে চালাচ্ছিল চালক। সাপছড়ি এলাকায় এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাঁক নেয়, পরে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে আমিসহ অনেকে সামান্য আহত হয়ে গাড়ি থেকে বের হয়ে নিজ নিজ গন্তব্যে চলে আসি। একজনের পা বাসের নিচে আটকা ছিল।
রাঙামাটি ফায়ারস্টেশনের সাব অফিসার মো. ছিদ্দিকুর রহমান জানান, আমরা গিয়ে গাড়িটির নিচে পা আটকা পড়া জুয়েল দাশ নামে একজনকে উদ্ধার করি। এ ছাড়াও আরও দুজন আহতকে পেয়েছি সেখানে। বাকি আহতরা নিজ নিজ দায়িত্বে গন্তব্যে চলে গেছেন।
এ বিষয়ে রাঙামাটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বান চৌধুরী বলেন, পাহাড়িকা পরিবহনের একটি আন্তঃজেলা বাস চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। ঘটনাস্থলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টিয়ে যায়। এতে কয়েকজন আহত হয় এবং একজন গুরুতর আহত হয়। আমরা ফায়ার সার্ভিস এবং রেকারের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
রাঙামাটি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. এন্থনী চাকমা জানান, বাস দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত মোট ৪ জন হাসপাতালে এসেছেন। তার মধ্যে ৩ জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং অপর একজন কিছুটা বেশি আহত হয়েছেন। তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন