কিশোরগঞ্জে ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইনের তার (ক্যাবল) চুরির ঘটনায় তিন উপজেলা ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের ৭৪ হাজার গ্রাহক ১০ ঘণ্টা অন্ধকারে।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, (বুধবার) ১৯ ফেব্রুয়ারি গভীর রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ তিন উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে তিন উপজেলার ২৩ ইউনিয়নের প্রায় ৭৪ হাজার গ্রাহক।
রাত দেড়টার দিকে মিঠামইন জোনাল অফিসের কারিগরি ইউনিট সমস্যা অনুসন্ধানে নেমে জানা যায়, কিশোরগঞ্জ-মিঠামইন বিদ্যুৎ সরবরাহ লাইনের মিঠামইন ঘোড়াউত্রা নদীর পশ্চিম তীরে ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহের সাবমেরিন ক্যাবল কেটে ফেলা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ চোর চক্র মূল্যবান এই ক্যাবল কেটে নেওয়ার চেষ্টার সময় বৈদ্যুতিক শর্টের কারণে ক্যাবল চুরি করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় থেকে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) কারিগরি ইউনিট বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ চালু করে।
মিঠামইন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মোহাম্মদ ফাখরুল ইসলাম বলেন, দ্বিতীয় দফায় বুধবার ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইনের সাবমেরিন ক্যাবল চুরির ঘটনায় প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। বিকল্প উপায়ে বিদ্যুৎ চালু করা হয়েছে।
মন্তব্য করুন