মানিকগঞ্জের শিবালয়ে ভিক্ষুক পুনর্বাসন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে ওসি ও ইউএনওর সঙ্গে ফটোসেশন করেন আওয়ামী লীগ নেতা ইমরান। পরে তাকে শনাক্ত করে আটক করেছে শিবালয় থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শিবালয় উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয়। এর আগে বেলা ১১টার দিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুক ও প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।
আটক মো. ইমরান হোসেন উপজেলার গহেরপুর এলাকার মো. জাবেদ মুন্সির ছেলে। তিনি উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শিবালয় উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, শিবালয় থানার ওসি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীসহ ওই আওয়ামী লীগ নেতা। অনুষ্ঠান শেষে ওসি-ইউএনওর সঙ্গে ফটোসেশন করেন ওই নেতা। কিন্তু ফটোসেশনের সময় ওসি শনাক্ত করেন ওই নেতাকে। পরে উপজেলা পরিষদ ভবনের নিচ থেকে তাকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, ফটোসেশনের সময় আওয়ামী লীগ নেতা মো. ইমরান হোসেনকে শনাক্ত করা হয়। বিষয়টি ইউএনওকে অবহিত করা হয়। পরে ওই নেতা উপজেলা পরিষদ ভবনের নিচে নেমে আসলে তাকে আটক করা হয়। এখন তিনি থানা হেফাজতে আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে।
মন্তব্য করুন