কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিস্মৃত হয়ে যাচ্ছে ভাষা শহীদ বরকতের স্মৃতি

ভাষা শহীদ আবুল বরকতের স্ক্যাচ। ছবি : কালবেলা
ভাষা শহীদ আবুল বরকতের স্ক্যাচ। ছবি : কালবেলা

১৯৫২ সালে ভাষার দাবিতে আত্মাহুতি দেওয়া আবুল বরকতের নাম কালের পরিক্রমায় বিস্মৃতি হয়ে যাচ্ছে। এখনকার নতুন প্রজম্মের অনেকেই জানে না ভাষা আন্দোলন, জানেন না বরকতসহ শহীদদের সেদিনের ভূমিকা।

তবে শহীদ পরিবারকে যথোপযুক্ত সম্মান ও রাষ্ট্রীয়ভাবে তাদের স্মৃতি সংরক্ষণ করা গেলে এসব শহীদদের ঋণ কিছুটা শোধ হবে বলে মনে করেন শহীদ বরকতের স্বজনরা।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন আবুল বরকত। তরুণ আবুল বরকত পড়াশুনা করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মিছিলে শহীদ হন বরকত। এরপর তার বাবা-মা সিদ্ধান্ত নেন ভারত ছেড়ে ঢাকায় আসার। যাতে প্রতি বছর আজিমপুরের কবরস্থানে ঘুমিয়ে থাকা আদরের ধন ছেলেকে যেন একটু স্মরণ করতে পারেন। ১৯৬৩ সালের ২১ জুলাই বরকতের বাবা শামসুজ্জোহা ভুলু মিয়া ভারতে মারা যাওয়ার পরের বছর মা হাসিনা বানু ১৯৬৪ সালে আংশিক সম্পত্তি বিনিময় করে ভারত থেকে এদেশে চলে আসেন। নিবাস গাড়েন গাজীপুর মহানগরের চান্দনা গ্রামের ‘বাবলা বিথী’তে।

শহীদ বরকতের একমাত্র ভাই আবুল হাসনাত রোগাক্রান্ত হয়ে ১৯৬৮ সালের ২১ সেপ্টেম্বর এখানেই মারা যান। বরকতের ছোট ভাই আবুল হাসনাতের সন্তানরাই এখন আঁকড়ে ধরে আছেন ভাষা শহীদ বরকতের ব্যক্তিগত স্মৃতি। এখানেই রয়েছে শহীদ বরকতের মা হাসিনা বানুর কবর।

তবে এসব ইতিহাসের বিষয়ে কোন ধারণা নেই নতুন প্রজম্মের। স্কুলে শেখানো হয় না ভাষা শহীদদের পূর্ণাঙ্গ ইতিহাস। ফলে আংশিক বা ভুল জেনে বড় নতুন প্রজন্ম।

শহীদ বরকত পরিবারের দাবি, প্রতি বছর শুধু ২১ ফেব্রুয়ারি এলেই ভাষা শহীদদের খোঁজ-খবর নেয়া বা শুধু সরকারী সম্মানী ভাতা নয়, প্রয়োজন ভাষা আন্দোলনে শহীদদের এখন পরিপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদার।

এ ব্যাপারে শহীদ বরকতের ভাতিজা আইন উদ্দিন বরকত বলেন, ঢাকা মেডিকেলের কাছে এখন যে শহীদ মিনার আছে সেখানে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ হন বরকত। শহীদ বরকত অনেক মেধাবী ছাত্র ছিলেন। তৎকালীন যে পোস্টার লেখা হতো তা সাধারণত হাতে লেখা হতো, উনি হাত পোস্টার লিখেছেন। ওনি ভাষা আন্দোলনে অনেক সক্রিয় ছিলেন।

যখন শহীদ হন তখন দুপুর বেলা, পাক সরকারের পুলিশ তাকে গুলি করে। এ সময় তার উরুতে গুলি লাগে। রাত ৮টার দিকে মারা যান। ছাত্ররা যেন লাশ নিয়ে মিছিল করতে না পারে সেজন নিষেধাজ্ঞা জারি করে সরকার। এক পর্যায়ে মুচলেকা দিয়ে বরকতের মরদেহ নিয়ে যায় স্বজনরা। পরে ভোরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

তিনি বলেন, শহীদ বরকতের মা জীবিত থাকতে অনেক দাবি দাওয়া করেছি। শহীদ বরকতের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত একটি হল যেন নির্মাণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোন রাস্তা বরকতের নামে করা হোক। কিন্তু এসব দাবি আলোর মুখ দেখেনি। বর্তমানে অন্তর্বর্তী সরকার আছেন, ওনাদের কাছে আমাদের আবেদন শহীদদের স্মৃতি সংরক্ষণে এমন কিছু করেন যেন নতুন প্রজন্ম বরকত সম্পর্কে জানতে পারেন।

তিনি আরও বলেন, তৎকালীন সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাদের সম্মানি ভাতা ব্যবস্থা করেছিলেন। বাজার অনুযায়ী সব কিছুর দাম বেড়েছে কিন্তু আমাদের সন্মানি বাড়েনি। নতুন সরকারের কাছে আবেদন যেন সম্মানি ভাতা সন্মানজনক হয়। কারণ ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি।

শহীদ বরকতের আদী নিবাস ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বাবলা গ্রামে। এই গ্রামে ১৯২৭ সালের ১৬ জুন জম্মগ্রহণ করেন তিনি। এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা শেষে ১৯৪৫ সালে তালিবপুর হাইস্কুল থেকে প্রবেশিকা এবং বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে ১৯৪৭ সালে উচ্চ মাধ্যমিক পাসের পর সে বছরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে বিএ অনার্স শ্রেণিতে ভর্তি হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল-ছাত্রশিবিরের নেতাদের ইলিয়াসের হুঁশিয়ারি

ভিসা বাণিজ্য / ইতালি দূতাবাসের কর্মকর্তা ও আ.লীগ নেতাসহ আটক ৫

ভাঙ্গায় আমি সোনা ফলাব : বাবুল 

চলন্তিকায় নিজ বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন আমিনুল

ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে আন্দোলন চালানোর ঘোষণা শিক্ষার্থীদের

রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানদের উড়িয়ে দিল প্রোটিয়ারা

ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে জড়ো হচ্ছেন আরব নেতারা

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, বড়াইগ্রাম থানার ওসি প্রত্যাহার

স্ত্রীকে ধর্ষণের ভয়ংকর প্রতিশোধ, যুবককে ডেকে নিয়ে হত্যা

জুলাই বিপ্লবের শহীদদের রক্ত বৃথা যাবে না : অ্যাটর্নি জেনারেল

১০

রাশমিকার কাছে পাত্তাহীন দীপিকা-প্রিয়াংকা

১১

বাধার মুখে কনসার্ট বন্ধ, জঙ্গলে লুকিয়ে ছিল ব্যান্ড কৃষ্ণপক্ষ

১২

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ৩

১৩

নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করছে চীন

১৫

পুলিশের জালে হাতেনাতে ধরা সেই ‘লেডি ডন’ জয়া

১৬

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রবেশে বাধা, মান্নার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

১৮

রাওয়ালপিন্ডিতে ব্যাটিং উন্নতির আশা জাকের আলীর

১৯

‘কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মিশনের ভিত্তিতে সংস্কার হবে না’

২০
X