সাভার উপজেলার আশুলিয়ায় একটি বিস্কুট ফ্যাক্টরিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার নিউ অলিম্পিয়া বিস্কুট ফ্যাক্টরির দোতলায় একটি টিনশেড রুমে আগুন লাগার ঘটনা ঘটে। পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম কালবেলাকে বলেন, বেলা সাড়ে ১১টায় আশুলিয়ার পলাশবাড়ী এলাকার নিউ অলিম্পিয়া বিস্কুট ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
মন্তব্য করুন