সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বেড়েছে পর্যটক

সুন্দরবনে ঘুরতে যাওয়া পর্যটকদের আশেপাশে ঘুরছে বানর। ছবি : কালবেলা
সুন্দরবনে ঘুরতে যাওয়া পর্যটকদের আশেপাশে ঘুরছে বানর। ছবি : কালবেলা

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন প্রকৃতির রহস্যঘেরা। সারি সারি সুন্দরী, পশুর, কেওড়া, গেওয়া এবং গোলপাতা গাছ। দৃষ্টি যতদূর যায় সবখানেই যেন কোনো শিল্পী সবুজ অরণ্য তৈরি করে রেখেছেন। অপরূপ চিত্রল হরিণের দল, বন মোরগের ডাক, বানরের চেঁচামেচি, মৌমাছির গুঞ্জন ও বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের গর্জন। এসব বৈচিত্র্যময়তার কারণে বরাবরই বিদেশি পর্যটকদের কাছে সুন্দরবনের কদর আলাদা।

পর্যটকদের জন্য সুন্দরবনের দুয়ার খুলেছে গত ১ ফেব্রুয়ারি। এর মধ্যেই বসন্তের আগমন। তাই সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় বেড়েছে পর্যটক। স্থানীয়রা বলছেন, অনুকূল আবহাওয়া থাকায় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে পর্যটকদের সংখ্যা বেড়েছে। বন বিভাগ বলছে, চলতি বছর সুন্দরবনে দর্শনার্থীদের সংখ্যা বেড়েছে বিগত বছরের তুলনায় অনেক বেশি। তাই দেশ ও বিদেশের ভ্রমণপিপাসুরা ভিড় জমাচ্ছেন সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে।

সুন্দরবন পশ্চিম বিভাগের সাতক্ষীরা রেঞ্জের হিসাব অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ হাজার ৮৭৬ জন পর্যটক এই অঞ্চলে ভ্রমণ করেছেন। বিশেষ করে, সপ্তাহের শেষের দিকে এবং সরকারি ছুটির দিনে পর্যটকদের ভিড় বেড়ে যায়। এ ছাড়া সুন্দরবনের মধ্যেই গড়ে ওঠা আকাশনীলা ইকো ট্যুরিজম পার্কে প্রতিদিন গড়ে ১৫০ জন পর্যটক আসছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সাতক্ষীরায় প্রকৃতির রহস্যঘেরা সুন্দরবন দেখতে আসা পর্যটকরা মূলত দুটি স্থানে ভ্রমণ করেন। একটি সুন্দরবনের কোলে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে দক্ষিণবঙ্গের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার। যেটি চুনা ও মালঞ্চ নদীর কোল ঘেঁষা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়িতে অবস্থিত আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার।

অপরটি সাতক্ষীরা রেঞ্জের অধীনে সুন্দরবনের পশ্চিম অংশে অবস্থিত কলাগাছিয়া ইকো ট্যুরিজম পার্ক ও টহল ফাঁড়ি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি পর্যটন কেন্দ্র। কলাগাছিয়া ইকোট্যুরিজম কেন্দ্রটির একদিকে লোকালয় ও আরেক পাশে সুন্দরবন, আর মাঝ দিয়ে বয়ে গেছে খোলপেটুয়া নদী। বন পেরিয়ে নদী পথে খাল পার হয়ে কলাগাছিয়া যেতে হয়। লোকালয় পার হয়ে সুন্দরবনের পশ্চিম বনের ভেতর দিয়ে কলাগাছিয়া যাওয়ার সময় দুই ধারের সারি সারি বন মুগ্ধ করে।

যশোর থেকে আসা পর্যটক রিপোন মুন্সি বলেন, সুন্দরবনের সৌন্দর্য দেখতেই এসেছি। এখানে এসে এত কাছ থেকে প্রকৃতিকে উপভোগ করার অনুভূতি অসাধারণ। তবে সাতক্ষীরা থেকে সুন্দরবন পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ। সরকারের উচিত দ্রুত এই সড়কটির সংস্কার করা।

আরেকজন পর্যটক জানান, যশোরের একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪২ জন সুন্দরবনে এসেছি আমরা। সুন্দরবনের নান্দনিক পরিবেশ ও অন্যান্য জীবজন্তু দেখে মুগ্ধ হয়েছি। বানর, হরিণসহ অন্যান্য প্রজাতির জীবজন্তু দেখেছি। সব মিলিয়ে সুন্দরবনের পরিবেশ আগের চেয়ে অনেক বেশি পর্যটনমুখী হয়েছে। তবে এখানকার ট্রলারগুলোর ভাড়া অনেক বেশি।

আকাশনীলা ইকো ট্যুরিজমের ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন গড়ে ১৫০ জন দর্শনার্থী এই ইকো ট্যুরিজমের প্রবেশ করছেন। যেটা অন্যান্য বছরের তুলনায় অনেক কম। তবে শুক্র-শনিবার দর্শনার্থী একটু বেশি।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বলেন, গত ১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ হাজার ৮৭৬ জন পর্যটক কলাগাছিয়া ইকোট্যুরিজম কেন্দ্রে প্রবেশ করেছেন। বিশেষ করে, সপ্তাহের শেষের দিকে এবং সরকারি ছুটির দিনে পর্যটকদের ভিড় লক্ষণীয়ভাবে বেড়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খিলগাঁওয়ে ভয়াবহ আগুন / সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে : ফায়ার সার্ভিস

ছাত্রদল-ছাত্রশিবিরের নেতাদের ইলিয়াসের হুঁশিয়ারি

ভিসা বাণিজ্য / ইতালি দূতাবাসের কর্মকর্তা ও আ.লীগ নেতাসহ আটক ৫

ভাঙ্গায় আমি সোনা ফলাব : বাবুল 

চলন্তিকায় নিজ বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন আমিনুল

ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে আন্দোলন চালানোর ঘোষণা শিক্ষার্থীদের

রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানদের উড়িয়ে দিল প্রোটিয়ারা

ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে জড়ো হচ্ছেন আরব নেতারা

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, বড়াইগ্রাম থানার ওসি প্রত্যাহার

স্ত্রীকে ধর্ষণের ভয়ংকর প্রতিশোধ, যুবককে ডেকে নিয়ে হত্যা

১০

জুলাই বিপ্লবের শহীদদের রক্ত বৃথা যাবে না : অ্যাটর্নি জেনারেল

১১

রাশমিকার কাছে পাত্তাহীন দীপিকা-প্রিয়াংকা

১২

বাধার মুখে কনসার্ট বন্ধ, জঙ্গলে লুকিয়ে ছিল ব্যান্ড কৃষ্ণপক্ষ

১৩

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ৩

১৪

নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করছে চীন

১৬

পুলিশের জালে হাতেনাতে ধরা সেই ‘লেডি ডন’ জয়া

১৭

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রবেশে বাধা, মান্নার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

১৯

রাওয়ালপিন্ডিতে ব্যাটিং উন্নতির আশা জাকের আলীর

২০
X