চট্টগ্রাম আদালতে এজলাসের বাইরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। তিনি এক আইনজীবীর ক্লার্ক। আদালতে উমেদার (আদালতের অস্থায়ী কর্মচারী) হিসেবে কর্মরত এক যুবকের সঙ্গে সম্পর্কের জের ধরে আত্মত্যার চেষ্টা করে বলে জানা গেছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় আদালতের ভবনের দ্বিতীয় তলায় অতিরিক্ত চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের বাইরে এ ঘটনা ঘটেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ে না করলে এক সপ্তাহ আগে বিষপানে আত্মহত্যার হুমকি দেন ওই নারী। এ কারণে কয়েক দিন ধরে আদালতে আসছেন না ওই উমেদার। উমেদারের দুই আত্মীয় বিষয়টি ধামাচাপা দিতে চাপ দেন ওই নারীকে। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এজলাসের বাইরে এসে বিষপান করে মেঝেতে লুটিয়ে পড়েন ওই নারী।
এর আগে উমেদারের নাম ধরে চিৎকার করতে থাকেন। পরে আহত অবস্থায় ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান নারী পুলিশ সদস্য ও এক আইনজীবী। খবর পেয়ে সেখানে ছুটে আসে কোতোয়ালি থানা-পুলিশও।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, এজলাসের বাইরে এক নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাকে পুলিশ সদস্যরা হাসপাতালে নিয়ে গেছেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন। এক উমেদারের সঙ্গে সম্পর্কের দাবি করেন তিনি।
মন্তব্য করুন