বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান জ্যোতিকে গুলি করে হত্যাসহ একাধিক মামলায় আব্দুল মান্নান (৬০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফ্রেরুয়ারি) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল মান্নান উপজেলার কুড়িগাতী গ্রামের মজিবর রহমানের ছেলে এবং মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় উপজেলার মথুরাপুর-চান্দাইকোনা সড়কের চারমাথা এলাকা থেকে শফিউর রহমান জ্যোতিকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এরপর ৩০ এপ্রিল রাতে ধুনট-শেরপুর সড়কের শালফা এলাকায় শফিউর রহমান জ্যোতিকে গুলি করে হত্যা করা হয়। সেসময় পরিবারের সদস্যরা থানায় মামলা দিতে গেলে তা নেওয়া হয়নি। এখন রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হওয়ায় ২০২৪ সালের ১ ডিসেম্বর নিহতের ছেলে রওশন জামিল রাসেল বাদী হয়ে ১৭ জনের নামে মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল মান্নান।
ধুনট থানার ওসি সাইদুল আলম কালবেলাকে বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন