গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম’ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, শিক্ষা মন্ত্রণালয়ের ‘অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম’ বন্ধের চিঠি প্রত্যাহার এবং তৃতীয় ব্যাচের ভর্তি কার্যক্রম চালু করতে হবে। অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চলাকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা ও কর্মচারী তাদের ওপর হামলা চালিয়েছেন। তবে প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবি পূরণের জন্য একাধিকবার সময় নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ ফেরদৌস সাংবাদিকদের বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস অনেক ছোট। সেখানে অন ক্যাম্পাস কোনো প্রোগ্রাম চালানো কঠিন। বিষয়টি সমাধানের জন্য একটি কমিটি করা হয়েছে। সেই কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন