সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা আবুল হাসনাত কাওসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ডেবিল হান্ট অপারেশনে জেলা শহরের ষোলঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম জানান, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা আবুল হাসনাত কাওসার সরকার পতনের ষড়যন্ত্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন