১৫ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন লক্ষ্মীপুরের রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী পুষ্প রানী দাস।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তার অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে গাড়ি করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় পুষ্পকে।
দীর্ঘদিনের কর্মী পুষ্প রানী দাসকে বিদায় সম্ভাষণ জানাতে ঢাকা থেকে হেলিকপ্টারে হাসপাতালে আসেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালনা (এমডি) ড. হাকিম মোহাম্মদ ইউসূফ হারুন ভূঁইয়া এবং রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার পলিন। তারাই আয়োজন করেন বিদায় সংবর্ধনার।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য শেষে নগদ অর্থ, ক্রেস্টসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয় পুষ্পের হাতে। শেষে নিজেদের ব্যক্তিগত গাড়িতেই তাকে বাড়ি পৌঁছে দেন তারা। এমন আয়োজন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন পুষ্প রানী দাস।
রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার পলিন বলেন, কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকেই পুষ্প রানী দাস নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিদায়ের কষ্ট কিছুটা কমাতেই ব্যতিক্রমী এ আয়োজন করা হয়েছে। আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
অনুষ্ঠানে ছিলেন হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবে আনোয়ার, পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিনুল মোমেনিন মানিক, হামদর্দ কর্মকর্তা মিজানুর রহমান, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের ডেপুটি ম্যানেজার কামরুল হুদা সবুজ, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম খান প্রমুখ।
২০১০ সালে এখানে পুষ্প রানী দাসের কর্মজীবন শুরু। তার বাড়ি সদর উপজেলার দত্তপাড়া গ্রামে।
মন্তব্য করুন