বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিষ্ঠার ষড়যন্ত্র প্রতিহত করা হবে। ৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশের সকল তত্ত্বাবধায়ক সরকার ৬ মাসের মধ্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। আপনারাও সেই পথেই হাঁটুন। তা না হলে কোনো বিপর্যয় যদি হয় তার দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কুষ্টিয়া শহরের নিশান মোড়ের একতা মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্ব করেন।
মিজানুর রহমান মিনু বলেন, দ্রব্যমূল্যের যে হারে দাম বেড়েছে তাতে মানুষ দিশাহারা। চাল, ডাল, তেল, চিনি, বিদ্যুৎ, গ্যাস ওষুধসহ সব কিছুই মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আপনার জনপ্রিয়তা এখন কোন জায়গায় নিজেকে আয়না দিয়ে দেখুন। আপনাকে আমরা সম্মান করি। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ। তাই দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ফরিদা ইয়াসমিন প্রমুখ।
মন্তব্য করুন