দেশীয় প্রজাতির প্রাণিসম্পদ রক্ষায় খামারিদের উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার খামারিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, অতিমাত্রায় কৃত্রিম প্রজননে দিকে না ঝুঁকে দেশীয় প্রজাতির মৎস্য ও প্রাণিসম্পদ রক্ষায় আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে। একই সাথে নিরাপদ খাবার নিশ্চিতেও সবাইকে এগিয়ে আসতে হবে। তা না হলে জাতি ভীষণ ক্ষতিগ্রস্তের মুখে পড়বে।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় কুষ্টিয়ার সকল খামারি এবং মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তারা অংশ নেন।
মন্তব্য করুন