মুখ দেখে নয়, আঙুলের ছাপ দিয়ে নারীদের যাবতীয় পরিচয় যাচাইয়ের দাবিতে সমাবেশ করেছেন মুন্সীগঞ্জ জেলার পর্দাশীল নারী সমাজ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে পর্দাশীল নারীরা বলেন, শুধু পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দাশীল নারীরা বৈষম্যের শিকার। গত ১৬ বছর ধরে অসংখ্য পর্দাশীল নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে। শিক্ষা ক্ষেত্রেও করা হচ্ছে বঞ্চিত। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে। তারা এসব হেনস্তার অবসান চান।
মানববন্ধনে তারা আরও বলেন, গত ১৬ বছর যাবত জাতীয় নির্বাচন কমিশনের সাবেক কতিপয় স্বৈরাচারী কর্মকর্তা শুধু মুখচ্ছবি না তোলার অজুহাতে পর্দাশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখেছে। এতে পর্দাশীল নারীরা মৌলিক ও নাগরিক অধিকার বঞ্চিত হয়ে নিদারুণ কষ্টে পতিত হয়েছেন। অনেক পর্দাশীল নারী অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন কিন্তু এনআইডি ছাড়া ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমি বিক্রি করতে পারছেন না। বিধবা বা তালাক হওয়া পর্দাশীল নারীরা এনআইডির অভাবে বাসা ভাড়া নিতে পারছেন না, বাচ্চাদের স্কুলে ভর্তি করতে পারছেন না।
এসময় তারা জানান, দাবি না মানা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মন্তব্য করুন