কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে রাতের আঁধারে এক যুবদল নেতাকে মারধর করেছে দুর্বৃত্তরা। পরে তার মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মুনাফ মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত যুবদল নেতা জালিয়াপালং ইউনিয়ন যুবদল সাংগঠনিক উত্তর শাখার মৎস্যজীবীবিষয়ক সম্পাদক আবু তাহের (৩৪)।
উপজেলা কৃষকদের আহ্বায়ক সাদমান জামি চৌধুরী জানান, কিছু দুষ্কৃতকারী হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠেছে। মূলত দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য উঠেপড়ে লেগেছে। ঠিক একইভাবে যুবদল নেতাকে মারধর করে মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে গেছে তারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
এদিকে বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেইন জানান, জালিয়াপালং মুনাফ মার্কেট এলাকায় যুবদল নেতা আবু তাহেরকে দুষ্কৃতকারী মারধর করে মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়। তিনি আহত অবস্থায় হাসপাতাল ভর্তি আছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন