শীত শেষে ধীরে ধীরে প্রকৃতিকে দখল করে নিচ্ছে ঋতুরাজ বসন্ত। এ বসন্ত আগমনের জানান দিয়েই কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রকৃতিতে মুগ্ধতা ছড়িয়ে ফুটেছে চোখজুড়ানো ভাটফুল। ভাটের নৈসর্গিক সৌন্দর্যে সদ্য বিদায়ী শীতে মুহ্যমান হওয়া প্রকৃতি যেন প্রাণ ফিরে পেয়েছে। এ ফুলের নয়নাভিরাম সৌন্দর্যে ফুলপ্রেমী ও প্রকৃতিপ্রেমীসহ সব বয়সী মানুষ বিমুগ্ধ হচ্ছেন।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কুমিল্লা-মিরপুর সড়কসহ বিভিন্ন সড়কে ও গ্রামীণ প্রকৃতিতে অনাদর ও অবহেলায় বেড়ে ওঠা চিরচেনা গুল্মজাতীয় উদ্ভিদ ভাটফুল তার অপরূপ সৌন্দর্যের পসরা সাজিয়েছে। সড়ক ও গ্রামীণ মেঠোপথের দুপাশে, নদী-খাল-দিঘি ও জলাশয়ের পাড়ে, গ্রামীণ পরিবেশের আনাচে-কানাচে ভাটফুল থোকায় থোকায় ফুটে আছে। এ ফুলের সৌন্দর্যে যেন চোখজুড়িয়ে যায়। ঋতুরাজ বসন্তের আগমনের বার্তা নিয়ে ফুটেছে ভাটফুল। মন কেড়ে নেওয়ার মতো সুন্দর হওয়ায় এ ফুল শোভা পাচ্ছে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ-তরুণীদের হাতে। ছোট ছোট শিশুরাও খেলছে দৃষ্টিনন্দন এ ভাটফুল দিয়ে।
জানা গেছে, ভাট বা বনজুঁই একটি শাখা-প্রশাখাবিশিষ্ট বহুবর্ষজীবী গুল্মজাতীয় সপুষ্পক উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ক্লেরোডেনড্রাম ভিসকোসাম। ইংরেজি নাম হিল গেন্টারি বোয়ার ফ্লাওয়ার। ভাটফুল সাদার মধ্যে হালকা বেগুনি মিশ্রিত স্নিগ্ধ সুন্দর। এ ফুল পাঁচটি পাপড়ি নিয়ে ফুটে থোকায় থোকায়। এ ফুলের গন্ধ রাতে তীব্র হয়ে ওঠে। এর আদি নিবাস ভারতীয় উপমহাদেশে। অঞ্চলভেদে এটিকে বনজুঁই, ঘেটু ফুল, ভাইটা ফুল, ঘণ্টাকর্ণ নামেও পরিচিত। তবে ভাটফুল নামেই এ ফুলের পরিচিতি বেশি। সাধারণত বসন্তের প্রারম্ভেই ফুল ফুটতে শুরু করে। এ ফুল রাতে গন্ধ ছড়ায়।
ভাট শুধু সৌন্দর্যই বিলায় না, এর রয়েছে নানা ঔষধি গুণ। আয়ুর্বেদ শাস্ত্রমতে, ভাট গাছের সবুজ পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। এতে মানবদেহের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফাইবার থাকার কারণে এটি কোষ্ঠকাঠিন্য দূরীকরণে সহায়তা করে। এর পাতায় অ্যান্টি-ডায়াবেটিক উপাদান আছে। এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এর পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লোমেটরি উপাদান আছে বলে এটি শ্বাসযন্ত্রের রোগ নিরাময়ে সহায়ক। মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভাট গাছের পাতার জুড়ি নেই। হজমশক্তি বৃদ্ধিতেও ভাট গাছের পাতা ব্যবহার করা হয়। এ ছাড়াও এর পাতা, বীজ, ফুল ও ফল আদিকাল থেকেই আরও নানা রোগে ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
কলেজশিক্ষার্থী সায়মা নূর তন্বী বলেন, ভাট ফুটলেই নিশ্চিত হওয়া যায় প্রকৃতিতে বসন্ত প্রবেশ করেছে। শীত শেষে ভাটফুল ফুটলে প্রকৃতির চেহারায় সতেজতার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। কলেজে আসা-যাওয়ার পথে ভাটফুলের সৌন্দর্য উপভোগ করি। গ্রামীণ পরিবেশে এ ফুলের সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর।
সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, যে কোনো ফুলই সৌন্দর্যের উৎস। সবরকম ফুলই মানুষকে আকৃষ্ট করে। বসন্তের শুরুতে ফোটা ভাটফুল গ্রামবাংলার চিরচেনা ফুল। এ সময়টায় ভাটফুল প্রকৃতিতে রাজত্ব করছে। আমাদের পরিবেশের বিভিন্ন জায়গায় ফোটা এ ফুলের সৌন্দর্যে প্রকৃতি অলংকৃত হয়ে আছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি চিকিৎসক ডা. সোহেল রানা কালবেলাকে বলেন, ভাট একটি বহুবর্ষজীবী গুল্মজাতীয় ঔষধি উদ্ভিদ। এটি প্রাচীনকাল থেকেই মানুষের নানা রোগে ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রকৃতিতে ফাল্গুন মাস এলেই এই গাছে ফুল ফোটে। এতে প্রকৃতিতে সৌন্দর্যের নতুন এক মাত্রা যোগ হয়। এ ফুলের সৌন্দর্য মানুষকে দারুণভাবে আকৃষ্ট করে।
তিনি আরও বলেন, দিন দিন গ্রামীণ প্রকৃতি থেকে ভাট গাছের সংখ্যা কমে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ভাটসহ বিলুপ্তির হুমকিতে থাকা ঔষধি গাছ রক্ষায় আমাদের সবাইর এগিয়ে আসা উচিত।
মন্তব্য করুন