সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সরকার সাভারে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে সাভারে বরাদ্দকৃত সাবমার্সিবল গভীর নলকূপ স্থাপনের জন্য ২২০টি আবেদন জমা পড়ে। তবে আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় সাভার উপজেলা প্রশাসন সিদ্ধান্তহীনতায় পড়ে।
প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আবুবকর সরকার সিদ্ধান্ত নেন, লটারির মাধ্যমে সাবমার্সিবল গভীর নলকূপ বিতরণ করা হবে যাতে বিতর্ক এড়ানো যায়, একইসঙ্গে স্বচ্ছতাও নিশ্চিত হয়। ১৮ ফেব্রুয়ারি সাভার উপজেলা সম্মেলন কক্ষে লটারির মাধ্যমে ৬৫ উপকারভোগী নির্বাচন করা হয়।
ইউএনও আবুবকর সরকার জানান, এবারই প্রথম সাভারে লটারির মাধ্যমে সাবমার্সিবল গভীর নলকূপ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ১০ হাজার টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে এসব পাম্প প্রান্তিক জনগণের পানির চাহিদা মেটাতে কাজে আসবে।
তিনি আরও বলেন, সাভার উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করছে এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।
মন্তব্য করুন