জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মিথ্যা অভিযোগের মামলায় বছরের পর বছর জেলখানায় আটক রাখা হয়েছে উল্লেখ করে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার যদি জনগণের ভাষা না বোঝে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি করছি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী নগরীর গণকপাড়া মোড়ে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দলটির রাজশাহী মহানগর শাখা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এর আগে নগরীর জাদুঘর মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে এসে মিলিত হয়।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, গত ১৬ বছরে মানুষের ভোটের অধিকার ও ভাতের অধিকার ছিল না। নিজের ভোট কেউ দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়ে গেছে। জনগণের ভোট ছাড়াই ১৫৩ জন আওয়ামী লীগ নেতাকে এমপি নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতেই ছাত্র-জনতা গণঅভ্যুত্থান ঘটিয়েছে। কাজেই অন্তর্বর্তী সরকারকে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।
সাবেক এ সংসদ সদস্য আরও বলেন, ৩৬শে জুলাই দেশ ফ্যাসিবাদের হাত থেকে স্বাধীন হলেও এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি। আমরা অবিলম্বে এ সরকারের কাছে তার মুক্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানাচ্ছি। অন্যথায় জনগণ রাজপথের আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করবে ইনশাআল্লাহ।
রাজশাহী মহানগর জামায়াতের আমির মাওলানা ড. কেরামত আলীর সভাপতিত্বে সমাবেশে রাজশাহী অঞ্চলের টিম সদস্য রেজাউর রহমান, রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, নগর জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ সিদ্দিক হোসাইন ও অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন