রাজবাড়ীতে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ এলাকায় (রাজবাড়ী-বালিয়াকান্দি) সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিউলি সান্যাল কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের হাটগ্রামের অমিত কুমার সান্যালের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাড়ি থেকে স্বামীর মোটরসাইকেলে করে রাজবাড়ী আসছিলেন শিউলি। পথিমধ্যে বানিবহ বাজারের আগে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান শিউলি।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান কালবেলাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপের বিষয়টি চলমান আছে।
মন্তব্য করুন