ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৭ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাথরুম থেকে নবজাতক উদ্ধার, খোঁজ নেই মায়ের

নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে মারা যায়। ছবি : কালবেলা
নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে মারা যায়। ছবি : কালবেলা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুম থেকে একটি নবজাতক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। বাথরুমে গর্ভপাত ঘটিয়ে প্রসূতি মা পালিয়ে গেছেন। নবজাতককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে অসুস্থ এক নারীকে সঙ্গে নিয়ে এক ব্যক্তি হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসে। এ সময় চিকিৎসক তাকে আলট্রাসনোগ্রাফি করতে পরামর্শ দেন। জরুরি বিভাগ থেকে বের হয়ে শৌচাগারে যান ওই নারী (রূপসী)। সেখানে সন্তান প্রসব করে কাউকে কিছু না জানিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন নারী ও সঙ্গে থাকা যুবক। এর কিছুক্ষণ পরই হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী সন্ধ্যা রানী নবজাতককে শৌচাগারের মধ্যে দেখতে পেয়ে জরুরি বিভাগে খবর দেন। জরুরি বিভাগের চিকিৎসক ও নার্সরা প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জরুরি বিভাগের খাতায় রূপসী নামে ওই নারীর নাম লেখা হয়। সেই তথ্যমতে, বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালি গ্রামের বাসিন্দা রূপসী। তার স্বামীর নাম আজিজুর বলে খাতায় উল্লেখ করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাতেমা ইশরাত জাহান বলেন, প্রচণ্ড প্রসবব্যথা নিয়ে স্বামী পরিচয়দানকারী এক যুবককে সঙ্গে নিয়ে হাসপাতালে আসে রূপসী নামে এক নারী। ওই নারী গর্ভপাত ঘটাতে ১০-১২ ঘণ্টা আগে ওষুধ খেয়েছেন বলেছিলেন। প্রাথমিকভাবে গর্ভের সন্তানটি বেশ বড় মনে হওয়ায় তাকে আলট্রা করতে বলি। তারা আলট্রা করতে যায়। পরে জানতে পারি জরুরি বিভাগ থেকে বের হয়ে শৌচাগারে গিয়ে সেখানে সন্তান প্রসবের পর নবজাতককে রেখে পালিয়ে যায় তারা। আমরা একাধিকবার তাদের সঙ্গে যোগাযোগের জন্য ফোন দিলে মোবাইল অফ করে দেন তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, বাচ্চাটিকে উদ্ধার করে চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে নেওয়ার পথে বাচ্চাটি মারা যায়। কে বা কারা এমন কাজ করেছে সিসিটিভি ফুটেজ দেখে তা শনাক্ত করার চেষ্টা চলছে।

বোয়ালমারী থানার ওসি মো. মাহমুদুল হাসান কালবেলাকে বলেন, নবজাতককে ফেলে যাওয়ার মতো জঘন্য কাজ যারা করেছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গন্তব্যের আগের স্টেশনে নামিয়ে দেওয়ায় ট্রেন আটকে যাত্রীদের বিক্ষোভ

কালবেলায় সংবাদ প্রকাশ / নাটোরে ছাত্রদলের সেই কমিটি বিলুপ্ত ঘোষণা

তাহিরপুরে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

এমসি কলেজ শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

শিবির নেতার ওপর ছাত্রদলের হামলার ঘটনায় সাদিক কায়েমের স্ট্যাটাস

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল

ভাষা শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা

আওয়ামী লীগের বিচার হতে হবে : জুয়েল

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

১০

শিক্ষার্থীদের জন্য ঘর বানিয়ে দিল প্রবাসী সংগঠন লিটলকেয়ার

১১

মহান শহীদ দিবস আজ, শ্রদ্ধাবনত জাতি

১২

টঙ্গীতে শিবির নেতার ওপর ছাত্রদলের হামলা

১৩

‘সংস্কারের কথা বলে নির্বাচনপ্রক্রিয়াকে ঘোলাটে করার চেষ্টা করবেন না’

১৪

প্রথম পাতাল মেট্রোরেল কীভাবে চলবে, জানাল কর্তৃপক্ষ

১৫

রাবিতে দুই দিনব্যাপী গবেষণা মেলা শুরু শনিবার

১৬

মাটির তৈরি সব বহুতল ভবন টিকে আছে হাজার বছর

১৭

সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

১৮

কুয়েটের উপাচার্যকে লাঞ্ছিত করায় ঢাবি সাদা দলের উদ্বেগ

১৯

আন্দোলনে আহত খোকনের চিকিৎসা হবে বিদেশে 

২০
X