বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, নতুন দল করা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অপেক্ষা করবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি সমর্থন আছে ও থাকবে। আমরা আপনাদের থেকে সমর্থন প্রত্যাহার করব না। বিএনপি বেইমানের দল নয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নাল আবদীন ফারুক আরও বলেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। আন্দোলনে উৎসাহ জুগিয়েছেনও তিনি। গত ১৬ বছর একটি মিডিয়াও তারেক রহমানের নাম না লিখলেও তিনি ধৈর্য ধরে আপনাদের সুযোগ করে দিয়েছেন। এ সুযোগ আপনারা যদি নষ্ট করে দেন তাহলে ইতিহাসের আস্তাকুঁড়ে পতিত হবেন।
বর্তমান সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, সামনে রমজান মাস, কয়জন চিনি সিন্ডিকেটকে ধরতে পেরেছেন? যারা অতীতে এ সিন্ডিকেট তৈরি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ব্যাংককে বাড়ি করেছে। কানাডায় বেগম পাড়ায় বাড়ি করেছে। তাদের কয়জনকে আইনের আওতায় এনেছেন?
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে সদস্য সচিব আশিকুর রহমান ওয়াসিমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন- ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াছিন, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমিদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, সাবেক সদস্যসচিব জসিম উদ্দীন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব জসিম উদ্দীন প্রমুখ।
মন্তব্য করুন