গাজীপুর মহানগরে একটি দোকান থেকে ৯ মাস বয়সী এক শিশুকে চুরির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাসন থানাধীন চৌরাস্তার এক দোকানে ঢুকে শিশুটির গলায় থাকা চেইন চুরি করেন। এরপর সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলেন।
আটক মিন্টু (৪৫) পেশায় সাটার মিস্ত্রি এবং ঢাকার উত্তরা ১২ নম্বর খালপাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রথমে শিশুটির গলার চেইন খুলে নেওয়ার পর সে পালানোর চেষ্টা করে। সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা দ্রুত তাকে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। ঘটনার পর বাসন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাসন থানার ওসি কায়সার আহাম্মেদ বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। শিশুটি ও তার পরিবার নিরাপদ রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শিশু চুরির চেষ্টার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুর পরিবার নিরাপত্তার দাবি জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন