বগুড়ার শেরপুর উপজেলায় নাশকতার মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোম (১৬ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়ারা হলেন- উপজেলার সিমলা সাতবড়িয়া গ্রামের মজিবর রহমানের ছেলে ও বিশালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম মুকুল (৫০) এবং শেরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম বুলু (৫৫)।
শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, সোমবার রাত পৌনে ৯টায় বিশালপুর বাজার থেকে আশরাফুল ইসলাম মুকুলকে এবং মঙ্গলবার দুপুর ১টায় ভবানীপুর বাজার থেকে রফিকুল ইসলাম বুলুকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ তার নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় বের হলে কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ি বটতলা এলাকায় হামলার শিকার হন। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে, রামদা দিয়ে গাড়ি ভাঙচুর করে এবং নেতাকর্মীদের মারধর করে গুরুতর আহত করে। এ ছাড়া ছয়টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় কুসুম্বী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা গোলাপ গত ১৫ নভেম্বর শেরপুর থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আরও অজ্ঞাতনামা আসামিদের অন্তর্ভুক্ত করা হয়।
মন্তব্য করুন