বৈষম্যবিরোধী আন্দোলনে সংগঠিত ছাত্র হত্যা মামলায় কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য, ফেনী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ফেনী পৌরসভার সাবেক কমিশনার শাখাওয়াত হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর যৌথবাহিনীর সদস্যরা তাকে তার ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ি থেকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্র হত্যার ঘটনায় গত ১২ জানুয়ারি লালবাগ থানায় তার বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত হয়। শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা ওই মামলায় ২১ নম্বর আসামি ছিলেন যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন ভূঁইয়া।
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি তদন্ত ইকবাল হোসেন কালবেলাকে জানান, গ্রেপ্তার হওয়া আসামি সাবেক আওয়ামী লীগের কাউন্সিলর শাখাওয়াত ভূঁইয়ার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকার আমলে ফেনীতে নিজাম হাজারীর রোষানলে পড়ে মামলা-হামলার শিকার হন যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন। তাছাড়া ১৯৯৭ সালের ২৯ মার্চ ফেনী শহরের ট্রাংক রোডে বের হওয়া যুবদলের মিছিলে তৎকালীন এমপি জয়নাল হাজারির ক্যাডার বাহিনীর ব্রাশফায়ারে খুন হন জেলা যুবদলের তৎকালীন যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম নাসির। এ খুনের অন্যতম হোতা হিসেবে শাখাওয়াত হোসেন ভূঁইয়াকে সন্দেহ করা হয়।
মন্তব্য করুন