যশোরের ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
তারা হলো- নিহত সুমাইয়া (৩) ও সুরাইয়া (২)। সম্পর্কে তারা চাচাতো বোন।
নিহতের দাদা আনোয়ার গাজী বলেন, দুই নাতনি পরিবারের সদস্যের সঙ্গে পুকুরপাড়ে যায়। সবাই মাছ ধরার কাজে ব্যস্ত ছিল তখন তারা পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিল। কিন্তু কিছুক্ষণ পরে সুমাইয়া ও সুরাইয়াকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। পরে তারা পুকুরে ভেসে উঠে।
হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা পুকুরে মাছ ধরছিলেন। এ সময় তার দুই শিশু মাছধরা দেখতে পুকুরপাড়ে গিয়েছিল। পরে তাদের খুঁজে না পেয়ে পাশের এক পুকুরে সুমাইয়া এবং সুরাইয়াকে পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। তাদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন