ফেনীতে চোরাচালানবিরোধী অভিযানে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার অন্তর্গত খেজুরিয়া, সুবারবাজার, দেবপুর এবং মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, সিগারেট, গরু, চকলেট এবং ট্রাক জব্দ করা হয়।
ফেনী বিজিবির পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল মো. মোশারফ হোসেন কালবেলাকে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে ওই মালামালগুলো জব্দ করা হয়েছে। জব্দ মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন