বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করতে শপথ নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত ও দলের সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভায় তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, জাগ্রত জনতার নেতা হিসেবে এ টি এম আজহারুল ইসলামকে কারারুদ্ধ করেছিল। আমরা অনতিবিলম্বে এই সরকারের কাছে তার মুক্তির দাবি জানাই। প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিয়ে জনগণের মাঝে কাজ করার সুযোগ দেওয়া হোক। আমাদের এই আন্দোলনের মাধ্যমে যদি তাকে মুক্ত করতে না পারি তবে তীব্র আন্দোলন গড়ে তুলে আজহার ভাইকে মুক্ত করতে দীপ্ত শপথ নিতে হবে।
এ সময় বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন ও সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে সবচেয়ে মজলুম দল ছিল জামায়াত। দলের আমির মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদের বিচারের নামে ফাঁসি দেওয়া হয়। দলকে নেতৃত্বশূন্য করতে নেতাকর্মীদের জেলে দেওয়া হয়।
তারা বলেন, গত ১৩ বছর ধরে এটিএম আজহারুল ইসলাম বন্দি। নতুন অন্তর্বর্তী সরকারের সময় খালেদা জিয়াসহ অনেক নেতাকর্মী ছাড়া পেয়েছেন। কিন্তু অজ্ঞাত কারণে এটিএম আজহারকে মুক্তি ও জামায়াতের নিবন্ধন এখনও ফেরত দেওয়া হয়নি। এ সময় দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
জেলা শহরের শিববাড়ী মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
সংগঠনের মহানগরীর আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আবুল হাসেম, জেলা আমির ড. জাহাঙ্গীর আলম, মহানগর নায়েবে আমির খায়রুল হাসান, সেফাউল হক, হোসেন আলী, সালাউদ্দিন আয়ুবী। পরে একটি বিক্ষোভ মিছিল শিববাড়ি এলাকা থেকে শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন