ঠাকুরগাঁওয়ের হরিপুরের আমের মুকুলে ভরে গেছে বাগানগুলো। ফাল্গুনের হাওয়ার সঙ্গে বসন্তের ছোঁয়া লেগেছে উপজেলার বিভিন্ন আমবাগানে। মুকুলে আমবাগান ভরে যাওয়াতে কৃষকের যেন আনন্দের শেষ নেই। এ বছর অধিক লাভের আশা করছেন তারা।
উপজেলার কামারপুকুর গ্রামের আমবাগান মালিক হাসানুজ্জামান কালবেলাকে বলেন, আমি বেশ কয়েক বছর ধরে আমবাগান করছি। এক একর জমিতে আমার আমবাগান রয়েছে। গত বছর আমের দাম ভালো থাকায় আমি যথেষ্ট লাভবান হয়েছি। এ বছর আমি দ্বিগুণ দামে আম বিক্রির আশা করছি।
চৌরগীর গ্রামের বাসিন্দা আলমগীর জানান, আমি সূর্যপূরী, ল্যাংড়াসহ বেশ কয়েক জাতের গাছ নিয়ে আম বাগান করেছি। গতবছর আমি অনলাইনে প্রচুর অর্ডার পেয়ে দেশের বিভিন্ন প্রান্তে আম পাঠিয়েছি। এ বছর আমের দাম বেশ ভালো থাকবে বলে আশা করেন তিনি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, হরিপুর উপজেলায় ২১৪ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। এর মধ্যে আম্রপালি ১২০ হেক্টর, ফজলি ৪ হেক্টর, ল্যাংড়া ৮ হেক্টর, গোপালভোগ ১০ হেক্টর, সূর্যপূরী ১৮ হেক্টর, নীলাম্বরি ৮ হেক্টর, বারী-৪ ১০ হেক্টর, হাঁড়িভাঙ্গা ১০ হেক্টর, হিমসাগর ১ হেক্টর, আর্শ্বিনা ৪ হেক্টর।
হরিপুর উপজেলায় সবচেয়ে ভালো আমের জাত হচ্ছে সূর্যপূরী, ল্যাংড়া, রুপালি জাতের আম বেশি চাষ হয় বলে জানান উপজেলা কৃষি অফিস।
উপজেলা কৃষি অফিসার রুবেল হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর উপজেলা আমের ফলন ভালো হবে।
মন্তব্য করুন