হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

২ লাখ মানুষের জন্য চিকিৎসক ৬ জন!

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

জনবল সংকটে স্থবির হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী উপজেলা হরিপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যার হাসপাতাল। দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র আশ্রয়স্থল এই স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত এই হাসপাতালে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না পাওয়ায় পার্শ্ববর্তী উপজেলার ওপর নির্ভর করতে হচ্ছে হরিপুরবাসীর।

জানা গেছে, হাসপাতালে ১৯টি চিকিৎসকের পদের বিপরীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ৬ জন চিকিৎসকের পক্ষে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে। এখানে চিকিৎসক পদায়ন হলেও ডেপুটেশন, উচ্চতর প্রশিক্ষণসহ বিভিন্ন কারণে অন্যত্র যাওয়ার প্রবণতা জেলার মধ্যে সবচেয়ে বেশি। হাসপাতালটিতে পাঁচটি ক্লিনার পদে লোকবল থাকার কথা থাকলে আছে মাত্র দুজন। দুই লাখ মানুষের চিকিৎসার জন্য ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেই কনসালটেন্ট গাইনি অ্যান্ড অবস, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ। যার ফলে ২০২২ সালের পর থেকে সিজারিয়ান অপারেশন করা সম্ভব হচ্ছে না।

ভুক্তভোগীরা বলছেন, সীমান্তবর্তী উপজেলা থেকে দূরবর্তী ঠাকুরগাঁও-দিনাজপুর জেলা সদরে চিকিৎসার জন্য যাওয়ার পথে পথিমধ্যে রোগী মারা যাওয়ার ঘটনা প্রায় ঘটছে। হাসপাতালে টেলিমেডিসিন সেবা, এক্সরে, ইসিজি সেবা কার্যক্রম নিয়মিত থাকলেও মেরামত অযোগ্য আল্টাসনোগ্রাম মেশিনটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ডেন্টাল ইউনিট থাকলেও সেটি বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে থাকায় ঠিকমতো সেবা দিতে পারছেন না ডেন্টাল সার্জন।

হাসপাতালে চিকিৎসা সেবা সহজতর করার জন্য ৩৫ জন স্টাফ নার্স রয়েছে। কিন্তু চিকিৎসক ও নার্সদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন পর্যাপ্ত আবাসন নেই। জরাজীর্ণ পরিত্যক্ত ভবনে কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে থাকছেন। হাসপাতালের পুরাতন জরাজীর্ণ ভবনে পর্যাপ্ত চিকিৎসাসেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামীমুজ্জামান বলেন, জনবল সংকটের জন্য আমাদের চিকিৎসা সেবা দিনদিন ব্যাহত হচ্ছে। আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে জনবল সংকট সমস্যাটি কেটে যাবে।

ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ বলেন, আবাসন ভবনগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা জন্য আমি যথাযথ কর্তৃপক্ষে বিষয়টি জানাব। চিকিৎসক সংকট দূরীকরণে বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরে জানিয়েছি, আশা করছি কিছু দিনের মধ্যে নতুন চিকিৎসক পদায়ন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছর পর তিন জামায়াত-শিবির কর্মীর লাশ উত্তোলন

পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের পুনর্বহালসহ ৫ দাবি

শিক্ষক হত্যা : মামলা তুলে নিতে বাদীকে হুমকি যুবলীগ নেতার

৩ বছর অপেক্ষার পর হলেন ইউপি চেয়ারম্যান

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর যা বললেন শান্ত  

ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনসহ ১৩ দাবি শিক্ষার্থীদের

নির্বাচিত হলে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স : এনডিএম মহাসচিব

এবার গল্পের বই নিয়ে মেলায় সৈয়দ ইফতেখার

পটুয়াখালীতে বৈষম্যবিরোধীদের রেড কার্ড প্রদর্শন

হুবহু মানুষের মতো কথা বলছে কাক

১০

আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে জাতীয় নির্বাচন : প্রেস সচিব

১১

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেবে না বিএনপি : মির্জা ফখরুল 

১২

রাচিনের শতকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ ও পাকিস্তানের বিদায়

১৩

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

১৪

৩ শিক্ষকের সঙ্গে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত ঢাবি সাদা দলের

১৫

সিলেট মহানগর আমিরের দুঃখ প্রকাশ

১৬

শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

১৭

৩১ দফায় খেলাধুলাকেও গুরুত্বারোপ করা হয়েছে : রহমাতুল্লাহ

১৮

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৮৯

১৯

কুমিল্লা-ফেনী অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়

২০
X