শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩২
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

জাহাঙ্গীরনগরের ‘সি’ ইউনিটে প্রথম মাদ্রাসাশিক্ষার্থী রিদওয়ান

মেধা তালিকায় প্রথম হওয়া নোয়াখালীর চাটখিল উপজেলার লাবিব হাসান রিদওয়ান। ছবি : সংগৃহীত
মেধা তালিকায় প্রথম হওয়া নোয়াখালীর চাটখিল উপজেলার লাবিব হাসান রিদওয়ান। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় সি-ইউনিটে ছেলেদের সমন্বিত মেধা তালিকায় প্রথম হয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলার লাবিব হাসান রিদওয়ান।

রিদওয়ান নোয়াখালীর চাটখিলে অবস্থিত দারুল আরকাম দাখিল মাদ্রাসা থেকে ২০২২ সালে জিপিএ-৫ নিয়ে দাখিল এবং রাজধানী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে ২০২৪ সালে জিপিএ-৫ নিয়ে আলিম পাস করেন।

লাবিব হাসান রিদওয়ান নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল পৌরসভার বাসিন্দা মাওলানা রাকিব উদ্দিনের সন্তান। তিন ভাই ও এক বোনের মধ্যে রিদওয়ান মেঝো। তার বাবা মাওলানা রাকিব উদ্দিন নোয়াখালীর চাটখিল উপজেলার হীরাপুর আলিম মাদ্রাসা আরবি বিষয়ের সহকারী অধ্যাপক ও মা হোমিও চিকিৎসক কামরুন নাহার।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সি ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এরআগে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সি-ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এর ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হয়। এ বছর ছাত্রীদের তিন শিফট এবং ছাত্রদের আলাদা তিন শিফটে মোট ছয় শিফটে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

রিদওয়ানের বাবা মাওলানা রাকিব উদ্দিন বলেন, ‘মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার ছেলে রিদওয়ান ছোট থেকেই অনেক পরিশ্রমী। সে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করত। প্রথম শ্রেণি থেকেই সে খুব ভালো ফলাফল করে আসছে। বিভিন্ন প্রতিযোগিতায়ও সে সবসময় ভালো ফলাফল করত।’

ফলাফল প্রকাশের পর রিদওয়ান বলেন, ‘আলহামদুলিল্লাহ! ভালো ফলাফল হওয়ায় ভালো লাগছে৷ বিশ্ববিদ্যালয় জীবনেও যেন ভালো ফলাফল করতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার এখনো কিছু পরীক্ষার ফলাফল বাকি আছে। সেগুলো প্রকাশ হলে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।’

সি ইউনিটে ৪৪০টি আসনের বিপরীতে এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৫৩ হাজার ৪০১ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে ১২১ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ৪৪০টি আসনের মধ্যে ছাত্রীদের জন্য ২২০ এবং ছাত্রদের জন্য ২২০টি আসন বরাদ্দ রয়েছে।

উল্লেখ্য, রিদওয়ানের বড় ভাই রাফিদ হাসান সাফওয়ান ২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা মানবিক বিভাগে ১ম ‘খ’ ইউনিটে ৩৬তম হয়েছিলেন। একই বছর বড় ভাই সাফওয়ান গুচ্ছের খ ইউনিটে ১ম এবং জাবির সি ইউনিট ৪র্থ স্থান অর্জন করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ মিনারে প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ

শিক্ষার্থীদের জন্য ঘর বানিয়ে দিল প্রবাসী সংগঠন লিটলকেয়ার

মহান শহীদ দিবস আজ, শ্রদ্ধাবনত জাতি

টঙ্গীতে শিবির নেতার ওপর ছাত্রদলের হামলা

‘সংস্কারের কথা বলে নির্বাচনপ্রক্রিয়াকে ঘোলাটে করার চেষ্টা করবেন না’

প্রথম পাতাল মেট্রোরেল কীভাবে চলবে, জানাল কর্তৃপক্ষ

রাবিতে দুই দিনব্যাপী গবেষণা মেলা শুরু শনিবার

মাটির তৈরি সব বহুতল ভবন টিকে আছে হাজার বছর

সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

কুয়েটের উপাচার্যকে লাঞ্ছিত করায় ঢাবি সাদা দলের উদ্বেগ

১০

আন্দোলনে আহত খোকনের চিকিৎসা হবে বিদেশে 

১১

অক্টোবরে তপশিল ঘোষণা করে ডিসেম্বরে নির্বাচন দিন : আসাদুজ্জামান রিপন

১২

জবিতে ‘চেতনায় একুশ’ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৩

চট্টগ্রাম ওয়াসায় দুদকের অভিযান, মিলল অনিয়মের প্রমাণ

১৪

সিএনজি যাত্রীর ব্যাগে মিলল এলজি

১৫

বিএম কন্টেইনার ডিপো পরিদর্শনে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল

১৬

কত টাকায় নিতে পারবেন স্নেক ম্যাসাজ

১৭

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত

১৮

এমসি কলেজের ঘটনায় বিবৃতির প্রতিবাদ জানিয়ে শিবিরের ব্যাখ্যা

১৯

বাগেরহাটে সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু

২০
X