জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় সি-ইউনিটে ছেলেদের সমন্বিত মেধা তালিকায় প্রথম হয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলার লাবিব হাসান রিদওয়ান।
রিদওয়ান নোয়াখালীর চাটখিলে অবস্থিত দারুল আরকাম দাখিল মাদ্রাসা থেকে ২০২২ সালে জিপিএ-৫ নিয়ে দাখিল এবং রাজধানী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে ২০২৪ সালে জিপিএ-৫ নিয়ে আলিম পাস করেন।
লাবিব হাসান রিদওয়ান নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল পৌরসভার বাসিন্দা মাওলানা রাকিব উদ্দিনের সন্তান। তিন ভাই ও এক বোনের মধ্যে রিদওয়ান মেঝো। তার বাবা মাওলানা রাকিব উদ্দিন নোয়াখালীর চাটখিল উপজেলার হীরাপুর আলিম মাদ্রাসা আরবি বিষয়ের সহকারী অধ্যাপক ও মা হোমিও চিকিৎসক কামরুন নাহার।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সি ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এরআগে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সি-ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এর ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হয়। এ বছর ছাত্রীদের তিন শিফট এবং ছাত্রদের আলাদা তিন শিফটে মোট ছয় শিফটে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
রিদওয়ানের বাবা মাওলানা রাকিব উদ্দিন বলেন, ‘মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার ছেলে রিদওয়ান ছোট থেকেই অনেক পরিশ্রমী। সে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করত। প্রথম শ্রেণি থেকেই সে খুব ভালো ফলাফল করে আসছে। বিভিন্ন প্রতিযোগিতায়ও সে সবসময় ভালো ফলাফল করত।’
ফলাফল প্রকাশের পর রিদওয়ান বলেন, ‘আলহামদুলিল্লাহ! ভালো ফলাফল হওয়ায় ভালো লাগছে৷ বিশ্ববিদ্যালয় জীবনেও যেন ভালো ফলাফল করতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার এখনো কিছু পরীক্ষার ফলাফল বাকি আছে। সেগুলো প্রকাশ হলে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।’
সি ইউনিটে ৪৪০টি আসনের বিপরীতে এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৫৩ হাজার ৪০১ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে ১২১ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ৪৪০টি আসনের মধ্যে ছাত্রীদের জন্য ২২০ এবং ছাত্রদের জন্য ২২০টি আসন বরাদ্দ রয়েছে।
উল্লেখ্য, রিদওয়ানের বড় ভাই রাফিদ হাসান সাফওয়ান ২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা মানবিক বিভাগে ১ম ‘খ’ ইউনিটে ৩৬তম হয়েছিলেন। একই বছর বড় ভাই সাফওয়ান গুচ্ছের খ ইউনিটে ১ম এবং জাবির সি ইউনিট ৪র্থ স্থান অর্জন করেছিলেন।
মন্তব্য করুন