স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের ইলেকশন একেবারে ফেয়ার হবে। কেউ বিশেষ সুবিধা পাবে না।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের সমাজব্যবস্থায় শিক্ষকদের সম্মান দিতে হবে। আমাদের অনেক রাজনৈতিক নেতৃত্ব আছে, যারা অনেক সময় শিক্ষকদের তেমন সম্মান দিতে চায় না। তবে শিক্ষকরা যখন নির্বাচনকালীন প্রিসাইডিং অফিসার বা সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তখন রাজনৈতিক ব্যক্তিরা তাদের পেছনে ছোটেন বিশেষ সুবিধার জন্য।
তিনি বলেন, খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে। খেলাধুলা চর্চা অব্যাহত থাকলে বদঅভ্যাস দূর হয়ে যাবে।
শিক্ষকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নয়। এখন মনে হয় পরীক্ষায় ফেল করা ডিফিকাল্ট। শিক্ষার এমন সিস্টেম, সবই দেখি পাস। এ ছাড়া জিপিএর তো অভাব নাই।
এ সময় মুন্সীগঞ্জ পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন