শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩২
যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৪ এএম
অনলাইন সংস্করণ

যশোর বিএনপির সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা

সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপি নেতারা। ছবি : সংগৃহীত
সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপি নেতারা। ছবি : সংগৃহীত

যশোর জেলা বিএনপির সম্মেলন ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যশোর বিএনপিতে ব্যাপক প্রস্তুতি। উজ্জীবিত হয়ে উঠেছেন দলীয় নেতাকর্মীরা। প্রতিদিনই হচ্ছে প্রচার মিছিল। মঞ্চ নির্মাণ, সাজসজ্জায় প্রস্তুতি নিচ্ছেন নেতারা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সম্মেলন স্থান পরিদর্শন করেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। তারা মঞ্চ নির্মাণের অগ্রগতিসহ সার্বিক বিষয় খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি, যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগমসহ অন্যান্যরা।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচিত কমিটির মেয়াদ উত্তীর্ণের ১০ বছর পর ২০১৮ সালের ২০ মে যশোর জেলা বিএনপির কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি করা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সদস্য সচিব হন। ওই কমিটিকে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হলেও পেরিয়ে যায় ৭ বছর। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে হামলা-মামলার ভয়ে দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিত ছিলেন অনেকে।

শীর্ষনেতারা বলছেন, এর মধ্যে বিভিন্ন সময়ে ভোটের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এক দলীয় শাসন ব্যবস্থা চালু করার কারণে আন্দোলন ও কমিটি গঠন ঝিমিয়ে পড়ে। গত বছর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে দলীয় বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতে থাকেন। সেই থেকে প্রায় প্রতিদিন ছোট-বড় বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে দলটির। এরই মধ্যে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সব পর্যায়ে নতুন কমিটি গঠনের প্রক্রিয়াও চলমান রয়েছে।

ইতিমধ্যে যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো: ইসহককে আহ্বায়ক করে ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সদস্যরা হলেন, আইনজীবী আনিসুর রহমান মুকুল, অধ্যক্ষ মকবুল হোসেন, চিকিৎসক এসএম রবিউল আলম ও সাংবাদিক সাইফুল ইসলাম সজল। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে। সভাপতি পদে একক প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম। সাধারণ সম্পাদক পদে ৪ নেতা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শোনা যাচ্ছে। সম্মেলনে এক হাজার ৬১৬ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, কঠিন সময়ে দলকে ধরে রাখার পুরস্কার হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে যাচ্ছেন অধ্যাপক নার্গিস বেগম। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আর কেউ থাকছেন না। তবে তিনি স্বেচ্ছায় সভাপতি না হতে চাইলে সেক্ষেত্রে সভাপতি পদে একাধিক প্রার্থী লড়বেন। তবে সাধারণ সম্পাদক পদে হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। ইতিমধ্যে ভোটে সাধারণ সম্পাদক হওয়ার জন্য চার নেতা মাঠে ব্যস্ত সময় পার করছেন। তারা বর্তমান সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান খান এবং যশোর পৌরসভার সাবেক মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম মারুফ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন সম্মেলন ও কমিটি গঠন না হওয়ায় পদপ্রত্যাশী নেতারা হতাশ হয়ে পড়েন। বিগত সরকারের আমলে হামলা-মামলার ভয়ে দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিত থাকেন অনেকে। কিন্তু ৫ আগস্টের পর নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে ওঠে। অংশ নিতে থাকেন দলীয় বিভিন্ন অনুষ্ঠানে।

জেলার শীর্ষনেতারা বলছেন, বিভিন্ন সময়ে ভোটের মাধ্যমে উপজেলা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন ব্যবস্থা চালু করার কারণে আন্দোলন ও কমিটি গঠন ঝিমিয়ে পড়ে। পুলিশি বাধায় কমিটি গঠন করতে পারেনি অনেক উপজেলায়। আওয়ামী লীগের পতনের পর অসম্পন্ন উপজেলা কমিটিগুলো গঠন করা হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু জানান, আগামী ২২ ফ্রেরুয়ারি জেলা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। দল চাইলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবো। বিগত দিনে অনেক হামলা-মামলার শিকার হয়েছি। ফলে ভোটাররা অবশ্যই তাকে মূল্যায়ন করবেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন জানান, বর্তমান আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমকে সভাপতি হিসেবে দলের সবাই চাইছেন। বিগত সময়ে তিনি শত বাধা পেরিয়ে দলকে আঁকড়ে রেখেছিলেন। আর সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে তিনি ভোটযুদ্ধে মাঠে থাকবেন।

মিজানুর রহমান খান ও মারুফল ইসলামও দলের সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। তারা দুজনেই বলেন, আমরা দীর্ঘদিন ধরে সরকারিভাবে হামলা-মামলার শিকার হয়েছি। নানা চাপের মধ্যেও আমরা দলকে শক্তিশালী করার কাজ চালিয়েছি।

যশোর জেলা বিএনপির কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন কমিশনের আহ্বায়ক মো. ইসহক জানান, সোমবার (১৭ ফেব্রুয়ারি) কমিশন সদস্যরা সভা করে সিদ্ধান্ত নেবেন কবে মনোনয়নপত্র বিক্রি করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির হারুনের ‘সুইস ব্যাংক’ ঠিকাদার সাদেক ও এসএস গ্রুপ

খিলগাঁওয়ে ভয়াবহ আগুন / সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে : ফায়ার সার্ভিস

ছাত্রদল-ছাত্রশিবিরের নেতাদের ইলিয়াসের হুঁশিয়ারি

ভিসা বাণিজ্য / ইতালি দূতাবাসের কর্মকর্তা ও আ.লীগ নেতাসহ আটক ৫

ভাঙ্গায় আমি সোনা ফলাব : বাবুল 

চলন্তিকায় নিজ বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন আমিনুল

ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে আন্দোলন চালানোর ঘোষণা শিক্ষার্থীদের

রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানদের উড়িয়ে দিল প্রোটিয়ারা

ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে জড়ো হচ্ছেন আরব নেতারা

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, বড়াইগ্রাম থানার ওসি প্রত্যাহার

১০

স্ত্রীকে ধর্ষণের ভয়ংকর প্রতিশোধ, যুবককে ডেকে নিয়ে হত্যা

১১

জুলাই বিপ্লবের শহীদদের রক্ত বৃথা যাবে না : অ্যাটর্নি জেনারেল

১২

রাশমিকার কাছে পাত্তাহীন দীপিকা-প্রিয়াংকা

১৩

বাধার মুখে কনসার্ট বন্ধ, জঙ্গলে লুকিয়ে ছিল ব্যান্ড কৃষ্ণপক্ষ

১৪

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ৩

১৫

নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করছে চীন

১৭

পুলিশের জালে হাতেনাতে ধরা সেই ‘লেডি ডন’ জয়া

১৮

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রবেশে বাধা, মান্নার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

২০
X