রাজধানীর ডেমরায় অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা ওয়াসা সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্টের প্রকল্প পরিচালক আয়েশা খাতুন এ অভিযানের নেতৃত্ব দেন।
এ সময় ডেমরার ষ্টাফ কোয়ার্টার এলাকায় ঢাকা ওয়াসার ব্রিজ এবং ব্রিজের উভয় পাড় থেকে প্রায় শতাধিক দোকান পাঠ উচ্ছেদ করা হয়। তবে অবৈধ দখল উচ্ছেদের ১ ঘণ্টা পরেই বিকেল ৫টায় ফের দখল হয়ে যায় ষ্টাফ কোয়ার্টার ওয়াসার ব্রিজের উভয়পাড়ের ফুটপাত।
ওয়াসা সূত্রে জানা গেছে, ডেমরার সারুলিয়া থেকে সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে পানি সরবরাহের একমাত্র মাধ্যম ডিএনডি খাল খালের উভয় তীরে এবং তার উপর নির্মিত ব্রিজের উপর কিছু অসাধু চক্র অবৈধ ভাবে দোকানপাট বসিয়ে খালের পানি দূষিত করছে। এতে সাধারণ মানুষের অবাধ চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে । তাই মানুষের ভোগান্তি দূর করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উচ্ছেদের নেতৃত্বে থাকা সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের প্রকল্প পরিচালক আয়েশা খাতুন পপি কালবেলাকে বলেন, ওয়াসার স্থাপনা ব্যবহার করে কেউ জনসাধারণের অসুবিধার সৃষ্টি করবে এমন সুযোগ ওয়াসা দেবে না। এ ছাড়া এ খালের পানি ঢাকাবাসী খাবার পান করা বিভিন্ন জরুরি কাজে ব্যবহার করছে তবে এসব অবৈধ দোকানিদের কারণে পানি দূষিত হচ্ছে। এ ডিএনডি খালের রক্ষণাবেক্ষণের জন্য এ উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। আগামী কয়েক দিনের মধ্যে আমরা আরও কয়েক জায়গায় এ অভিযান পরিচালনা করব।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডেমরা থানার ওসি মাহবুবুর রহমান, সায়েদাবাদ ওয়াসা ম্যানেজার কাজী মারুফ হোসেন, প্রকৌশলী শফিউল আলম, রিফাত রায়হান, জারিফ আহাম্মদ, আকাশ, আব্দুল কাদের প্রমুখ।
মন্তব্য করুন