ময়মনসিংহের গৌরীপুরে অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা শামছুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সহনাটির ইউনিয়নের পাছার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামছুল হক উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি সহনাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি।
সোমবার রাতে গৌরীপুর থানা পুলিশের একটি টিম পাছার বাজারে অভিযান চালিয়ে শামছুল হককে গ্রেফতার করে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।
গৌরীপুর থানার ওসি মির্জা মাযাহারুল আনোয়ার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, যুবলীগ নেতা শামছুল হককে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন