লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার নিশ্চিত করা হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) কমলনগরের চর কাদিরা ইউনিয়নে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জননেতা তারেক রহমান ৩১ দফা উন্নয়নমূলক কর্মপন্থা অবলম্বনে কাজ করছেন। নারীদের ফ্যামিলি কার্ড, নারীদের ডিজিটাল স্বাস্থ্যসেবা কার্ড, নারীদের চিকিৎসা দিতে কোনো অর্থ লাগবে না, সম্পূর্ণ বিনা অর্থে চিকিৎসাসেবা নিশ্চিত, নারী অধিকার নিশ্চিত, নারীর ক্ষমতায়ন, নারীদের কর্মসংস্থান ব্যবস্থাসহ নানামুখী দিক নির্দেশনা বাস্তবায়নের কাজ করছেন তারেক রহমান।
তিনি আরও বলেন, জননেতা তারেক রহমান প্রথম এমপি ও প্রথম প্রধানমন্ত্রী হবেন। ১৯৯১ সালে প্রথম এমপি, প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশার প্রতিফলন ঘটবে। দেশের কাঠামোগত সংস্কারের মাধ্যমে দেশ বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। দেশে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ।
তিনি বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের হামলা-মামলার শিকার রামগতি-কমলনগরের হাজার হাজার নেতাকর্মী। তারা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের তওবা পড়ে আল্লাহ কাছে ক্ষমা চেয়ে ভালো হতে বলেন।
আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান উপজেলার বিভিন্ন ওয়ার্ডে নারীদের ডিজিটাল স্বাস্থ্যসেবা নিশ্চিত ও নারী অধিকার উন্নয়নে উঠান বৈঠক করছেন।
বিএনপি সূত্র জানায়, রামগতি-কমলনগর উপজেলায় ১৭২টা উঠান বৈঠক করবেন সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদদিন নিজান। এরই মধ্যে ৩৫-৪০টা শেষ হয়েছে। আজকের উঠান বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির আহ্বায়ক গোলাম কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, এম দিদার হোসেন, বিএনপির সদস্য নুরুল ইসলাম, হারুনুর রশিদ, হিরন হাওলাদার, যুবদল নেতা ইউছুফ পাটোয়ারী, আবু ছায়েদ দোলন, মহিলা দলের সভাপতি হোসনে আরা বাসার, সাধারণ সম্পাদক সাবিনা সুলতানা, ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজু, সদস্য সচিব জাফর আহমেদ ভুইয়াসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, এবিএম আশরাফ উদ্দিন নিজান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান, কেন্দ্রীয় বিএনপির সহশিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক। লক্ষ্মীপুর-৪ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।
মন্তব্য করুন