ফরিদপুর ও আলফাডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধীদের নামে আ.লীগ নেতাকে নিয়ে অনুষ্ঠান

ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণীতে আ.লীগ নেতা। ছবি : কালবেলা
ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণীতে আ.লীগ নেতা। ছবি : কালবেলা

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত একটি অনুষ্ঠানে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান মোনায়েম হোসেনকে পুরস্কার বিতরণ করতে দেখা গেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের একটি ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।

এর আগে গতকাল রোববার আলফাডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে এ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তবে ওই অনুষ্ঠানের আয়োজকরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা পরিষদের মাল্টিপারপাস অডিটরিয়ামের ওই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে কেরাত প্রতিযোগিতা, ইসলামী সংগীত ও মেহেদি ডিজাইন স্কিল (শুধু মেয়ে) প্রতিযোগিতায় অংশ নেয়।

গত রোববার সকালে আলফাডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে তারুণ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে বিচারকদের মাধ্যমে প্রতি গ্রুপ থেকে সাতজন করে মোট ২১ বিজয়ীকে ক্রেস্ট, সনদ ও পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করতে দেখা যায় আওয়ামী লীগ নেতা মোনায়েম হোসেনকে। পুরস্কার দেওয়ার সময় অনুষ্ঠানে আওয়ামী লীগের ওই নেতার পাশে মঞ্চে রইস উদ্দিন ও মো. মুআজ নামে দুই যুবককে দেখা যায়। আরও উপস্থিত ছিলেন- আলফাডাঙ্গা থানার ওসি হারুন-অর রশীদ, আলফাডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মুসফিক, রাজিন ইসলাম, মো. মনিরুল, মাছুরা রহমান, মো. তালহা, তাসনিমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

রইস উদ্দিন আলফাডাঙ্গা পৌর সদরের ৮ নম্বর মিঠাপুর পৌর সদরের বাসিন্দা। তিনি নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা দাবি করে এরই মধ্যে একটি কমিটি গঠন করে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। তবে ৫ আগস্টের আগে রইসকে আলফাডাঙ্গায় বৈষম্যবিরোধী আন্দোলনের কোনো কর্মসূচিতে দেখা যায়নি।

এদিকে মোনায়েম খানের উপস্থিতিতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে রইস উদ্দিনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের আলফাডাঙ্গা টিম রোববার উপজেলা হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। সেখানে আমরা আওয়ামী লীগ নেতাকে দাওয়াত করিনি, অভিভাবক হিসেবে অনেকেই উপস্থিত হয়েছিলেন। ঘটনাটি ভিন্নভাবে প্রকাশ না করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান রইস।

ফরিদপুরে গত ৫ আগস্টের আগে টানা আন্দোলন কর্মসূচিতে অংশকারী এবং আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের হামলার শিকার হওয়া একাধিক ছাত্র প্রতিনিধি সূত্রে জানা যায়, এমন কোনো কমিটি তারা আলফাডাঙ্গাসহ ফরিদপুর জেলার কোথাও করেননি। বিগত দিনের আন্দোলনেও এই কমিটির লোকজনের অংশগ্রহণ ছিল না।

ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহেল রানা জানান, যেহেতু জেলা কমিটি হয়নি সুতরাং এ কমিটির ব্যাপারে আমরা কিছু জানি না। তবে যারা এমন কাজ করেছে তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের দোসরদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। কেন্দ্রে আমরা বিষয়টি জানিয়েছি।

গত ২০২৩ সালে আওয়ামী লীগ নেতা মোনেয়েম খান আলফাডাঙ্গা থানায় বঙ্গবন্ধুর ছবি ছেঁড়া এবং কটূক্তি করার অভিযোগে তবিবর রহমান নামে এক বিএনপি কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছিলেন বলে জানা যায়। এছাড়াও ওই মামলায় বহু মানুষকে ফাঁসিয়ে মামলা বাণিজ্যের অভিযোগ আছে তার বিরুদ্ধে । তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে স্টেজে পুরস্কার দিতে দেখে সাধারণ শিক্ষার্থীসহ সবাই ক্ষোভ প্রকাশ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খিলগাঁওয়ে ভয়াবহ আগুন / সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে : ফায়ার সার্ভিস

ছাত্রদল-ছাত্রশিবিরের নেতাদের ইলিয়াসের হুঁশিয়ারি

ভিসা বাণিজ্য / ইতালি দূতাবাসের কর্মকর্তা ও আ.লীগ নেতাসহ আটক ৫

ভাঙ্গায় আমি সোনা ফলাব : বাবুল 

চলন্তিকায় নিজ বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন আমিনুল

ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে আন্দোলন চালানোর ঘোষণা শিক্ষার্থীদের

রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানদের উড়িয়ে দিল প্রোটিয়ারা

ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে জড়ো হচ্ছেন আরব নেতারা

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, বড়াইগ্রাম থানার ওসি প্রত্যাহার

স্ত্রীকে ধর্ষণের ভয়ংকর প্রতিশোধ, যুবককে ডেকে নিয়ে হত্যা

১০

জুলাই বিপ্লবের শহীদদের রক্ত বৃথা যাবে না : অ্যাটর্নি জেনারেল

১১

রাশমিকার কাছে পাত্তাহীন দীপিকা-প্রিয়াংকা

১২

বাধার মুখে কনসার্ট বন্ধ, জঙ্গলে লুকিয়ে ছিল ব্যান্ড কৃষ্ণপক্ষ

১৩

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ৩

১৪

নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করছে চীন

১৬

পুলিশের জালে হাতেনাতে ধরা সেই ‘লেডি ডন’ জয়া

১৭

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রবেশে বাধা, মান্নার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

১৯

রাওয়ালপিন্ডিতে ব্যাটিং উন্নতির আশা জাকের আলীর

২০
X