চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভুট্টাক্ষেত থেকে মাসুদ রানা রঞ্জু (২৩) নামে এক কলেজছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বদনপুর গ্রামের মাঠ সংলগ্ন ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রঞ্জুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
নিহত রঞ্জু বদনপুর গ্রামের আজিজুর রহমান মীরের ছেলে। কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন তিনি। রোববার রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে দামুড়হুদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।
রঞ্জুর বাবা আজিজুর মীর বলেন, রোববার সকালে রঞ্জু মাঠে ভুট্টাক্ষেতে পানি দিতে যান। দুপুরে তিনি খাবার নিয়ে মাঠে গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়িতে ফিরে আসেন। এরপর রঞ্জুর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে মাঠে খুঁজতে যান। এ সময় ভুট্টাক্ষেতে রঞ্জুর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
দামুড়হুদা থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, রঞ্জুর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পিবিআই সদস্যদের আলামত সংগ্রহের পর লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মন্তব্য করুন