বগুড়ার শিবগঞ্জে বহুল আলোচিত শিয়া মসজিদে গুলি করে মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেনকে (৬৮) হত্যা ও মুসল্লিদের আহত করার মামলায় ৯ আসামিকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন আদালত।
রায়ে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোমবার (১৭ ফেব্রুয়ারি) বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির এ মামলার রায় দেন।
মামলার রায়ে খালাসের আদেশপ্রাপ্ত আসামিরা হলেন- এমদাদুল হক, আব্দুল বাছেদ, আব্দুল হামিদ ওরফে হামিদুল, ইয়াছিন, আব্দুল মোমিন মণ্ডল, খাদেমুল ইসলাম ওরফে বাদশা, আজাদ প্রামাণিক, রাজিবুল ওরফে রজিবুল ইসলাম বাদল ও আজাদুল কবিরাজ।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ নভেম্বর এশার নামাজের সময় দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জ উপজেলার চককানু গ্রামের হরিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদ-ই-আল মোস্তফার (শিয়া মসজিদের) ভেতরে গুলি করে। এতে ওই মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন গুলিবিদ্ধ হয়ে মেঝেতে পড়ে যান এবং মসজিদের ইমাম শাহীনুর ও মুসল্লি আবু তাহের আহত হন।
মন্তব্য করুন