বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশের রাজনীতিতে প্রথম সংস্কার শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সংস্কারের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। আর বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার প্রবর্তন করেছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুর পৌরসভা প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ডোনার বলেন, যতবার এ দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আর যখন জনগণের ভোটের অধিকার হরণ করে সূক্ষ্ম মেকানিজম করে নির্বাচন করা হয়েছে তখনই স্বৈরাচারের আবির্ভাব ঘটেছে। তাই এ দেশের যারা মালিক তাদের ভোটের মাধ্যমে গঠিত সরকারই পূর্ণ সংস্কার করার অধিকার রাখে। তাই দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী হত্যা, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আগামী দিনেও যে কোনো জনদাবিতে বিএনপি রাজপথে থাকবে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এসে দেশকে স্বৈরশাসনের হাত থেকে মুক্তি দেবে।
শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান কিরনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু ও সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা।
মন্তব্য করুন