বগুড়া শহরের মালগ্রামে পিকনিকের যাওবার জন্য চাঁদা চেয়ে না পেয়ে এক ফার্মাসিস্ট শামীম হোসেনকে বেধড়ক পিটিয়েছে বিএনপির নেতাকর্মীরা। সাবেক ওয়ার্ড বিএনপি নেতা শরিফুল ইসলাম রতনের নেতৃত্বে একদল সন্ত্রাসী শামীমকে এ পিটুনি দেয়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শহরের মালগ্রাম সিদ্দিকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক কামরুজ্জামান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে বলেন, স্থানীয় বিএনপির সাবেক নেতা ও চাঞ্চল্যকর নাহিদ হত্যা মামলার প্রধান আসামি রতনের নেতৃত্বে তিন-চার সন্ত্রাসী মালগ্রাম সিদ্দিকের মোড়ে ফার্মাসিস্ট শামীম হোসেনের কাছে গিয়ে পিকনিক খাওয়ার কথা বলে তার কাছে সাত হাজার টাকা চাঁদা চায়। চাঁদা দিতে তিনি অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এতে তিনি চোখ-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
মারধর করে সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে বিএনপি নেতা শরিফুল ইসলাম রতনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
বগুড়া সদর থানার ওসি এসএম মইনুদ্দিন কালবেলাকে জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন