সাধারণ শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে পিরোজপুরের নাজিরপুর সরকারি মহিলা কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তানজিয়া তাবাসসুম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তিন্নি ইসলাম।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পী এ কমিটি অনুমোদন করেন। এই কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় ছাত্রদলের বরিশাল জেলা, মহানগর ও পিরোজপুর জেলার সাংগঠনিক টিমের প্রধান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রিয়াদ রহমান, টিম সদস্য ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং মো. জুয়েল হোসেন উপস্থিত ছিলেন।
সাংগঠনিক টিমের প্রধান রিয়াদ রহমান কালবেলাকে বলেন, দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠা এবং নেতৃত্বে নারীদের অন্তর্ভুক্তি আজকের সময়ে সব থেকে অপরিহার্য বিষয়। ইতিহাস বারবার দেখিয়েছে যে, নারী নেতৃত্ব সংকট কী ধরনের গভীর ও জটিল সংকট তৈরি করে। সংকট মোকাবিলার সুদূরপ্রসারী সেই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাজিরপুর সরকারি মহিলা কলেজে কমিটি ঘোষণা করেছে।
জানা যায়, নাজিরপুর সরকারি মহিলা কলেজ ছাত্রদলের কমিটিতে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মুনিরা ইসলাম, সহসভাপতি নূরজাহান আক্তার, তাসনিহা রহমান স্নেহা, কেয়া আক্তার, তাছলিমা খানম ও জেরিন ইসলাম। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুরভী আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার নেহা, ফারিয়া আক্তার ও হাফছা আক্তার। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মনিরা আক্তার সান্তা, প্রচার সম্পাদক মুনিরা আক্তার, ছাত্রী বিষয়ক সম্পাদক তাবাসসুম মীম এবং সদস্য সাহানা আক্তার নির্বাচিত হয়েছেন।
মন্তব্য করুন