ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সমকাল পত্রিকার প্রতিনিধি এম সাইফুজ্জামান তাজুর বাড়িতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা শহরতলির চিথলিয়াপাড়া এলাকায় তার বাসভবনে ককটেল হামলা চালানো হয়।
এ সময় তিনি বাড়িতে ছিলেন না, তবে তার স্ত্রী ও সন্তান বাড়িতে ছিলেন। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তারা। সাংবাদিক সাইফুজ্জামান তাজু জানান, তার স্ত্রী ও সন্তান বাড়িতে ছিলেন। রাতের খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় তার স্ত্রী ও সন্তানের ঘুম ভেঙে যায়। তারা আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশকে জানালে সকালে তারা বাড়িতে গিয়ে আলামত উদ্ধার করে।
হরিণাকুণ্ডু থানার ওসি এমএ রউফ খান কালবেলাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ নিয়ে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন