রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৫ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নারীর সঙ্গে কৃষি কর্মকর্তার আপত্তিকর ভিডিও ফাঁস!

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

একটি কক্ষে বিবস্ত্র অবস্থায় শার্ট ও প্যান্ট হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন মো. হাফিজুর রহমান নামের এক কৃষি কর্মকর্তা। এক যুবক তাকে চড়-থাপ্পড় মারার পাশাপাশি গালাগাল করছেন। পাশ থেকে আরও এক যুবক তার ওপর চড়াও হচ্ছেন। পাশেই বোরকা পরা এক নারী দাঁড়িয়ে আছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক মিনিট দুই সেকেন্ডের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

মো. হাফিজুর রহমান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা।

ছড়িয়ে পড়া ভিডিওটির ওপরে লেখা, রাজবাড়ী উপসহকারী কৃষি কর্মকর্তা ও সভাপতি ডিকেআইবি রাজবাড়ী সদর হাফিজুর রহমান লুচ্চামি করতে গিয়ে কট সূর্যনগরে। গত শনিবার রাতের ঘটনা।

তবে ভিডিওটি কবে কোথা থেকে ধারণ করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। মিজানপুর ইউনিয়নের সূর্যনগর গ্রামে গিয়ে কয়েকজনের কাছে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলেও তারা কোনো তথ্য দিতে পারেননি।

ভিডিওটিতে হাফিজুর রহমানকে বলতে শোনা যায়, বিষয়টা আমি বুঝছি, সমস্যা নাই। আমি আপনার ব্যবস্থা করতেছি তো, সমস্যা কি? আমি ব্যবস্থা করতেছি, অসুবিধা নাই। বিষয়টি যেইটুকু আছে এইটুকুই থাক। আমি ব্যবস্থা করতেছি, সমস্যা নাই। আমি ব্যবস্থা করতেছি। প্যান্টটা পরে নিই।

ওই যুবকদের বলতে শোনা যায়, গলার সাউন্ড নামান। বেয়াদবি করতেছেন কেন, সিনক্রেট করতেছেন কেন?

এ বিষয়ে কথা বলতে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাফিজুর রহমানের ব্যক্তিগত ও সরকারি দুটি নাম্বারেই ফোন করা হয়। এক নারী ফোন রিসিভ করে জানান তিনি ফোন বাসায় রেখে বাইরে গেছেন। আধাঘণ্টা পর আবারও ফোন করে দুটি নম্বরই বন্ধ পাওয়া যায়।

পরে রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিস ও হাফিজুর রহমানের কর্মস্থল মিজানপুর ইউনিয়ন পরিষদে অবস্থিত ইউনিয়ন কৃষি অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়েছে। এ কারণে আমরা সব নেতাদের ডেকেছি। বসে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান কালবেলাকে বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমানের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি শুনেছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেব। এটা আমাদের জন্য ন্যাক্কারজনক ঘটনা।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক কালবেলাকে বলেন, যতি আসলেই এমন কিছু হয় আমি কৃষি অফিসারের সঙ্গে কথা বলবো। দেখবো আইনগতভাবে তাদের কীভাবে কী ব্যবস্থা করা যায়।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শহিদুল ইসলাম কালবেলাকে বলেন, আমি ব্যক্তিগতভাবে এ বিষয়টি বিব্রত বোধ করছি। এটা আমাদের ডিপার্টমেন্টের ব্যাপার অত্যন্ত দুঃখজনক। এটা সদর উপজেলার মধ্যে বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটক ‘ডাকাতকে’ ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতার থানা ঘেরাও

লক্ষ্মীপুর পলিটেকনিকের শিক্ষক সোবহানকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

সীমান্তে আটক ২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

ভিটামিন ‘ডি’ ঘাটতি ও প্রতিকার নিয়ে ভাবতে হবে এখনই

অতিরিক্ত দর্শনার্থী ঠেকাতে শের-ই-বাংলা মেডিকেলে চালু হচ্ছে কার্ড

পালাতে গিয়ে ছাদ থেকে আ.লীগ নেতার লাফ, অতঃপর...

আরব সাগরে যুদ্ধজাহাজ নিয়ে হাজির রাশিয়া-ইরান, আসছে চীন

ঢাকায় আজও বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস

চোরাকারবারিদের ধরতে গিয়ে বিজিবি সদস্য নিহত

ধর্ষণের শিকার শিশুর ৯৭% ছবি-ভিডিও সরানো হয়েছে : বিটিআরসি

১০

খাল অবৈধ বাঁধমুক্ত করল স্থানীয়রা

১১

ইসরায়েলের প্রতি বিতৃষ্ণা, ফিলিস্তিন প্রেম বাড়ছে যুক্তরাষ্ট্রে

১২

পুরুষের মাথায় বাড়ি দিয়ে হোলি উদযাপন

১৩

শাহবাগ নিয়ে হাসনাতের স্ট্যাটাস

১৪

দিন-দুপুরে সোনার বিপণিবিতানে ডাকাতি, ভিডিও ভাইরাল

১৫

১২ মার্চ : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

১২ মার্চ : আজকের নামাজের সময়সূচি

১৭

‘রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে হাজারো সংস্কারে লাভ নেই’ 

১৮

মধ্যরাতে বরিশাল মহাসড়কে ঝরল দুই প্রাণ

১৯

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

২০
X