সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে তিস্তাপাড়ের মানুষের মুখে হাসি ফুটবে : বুলু

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ছবি : কালবেলা
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ইনশাআল্লাহ, নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। আর তখন তিস্তাপাড়ের মানুষের বাঁচা-মরার যে সমস্যা তার সমাধান করে তাদের মুখে হাসি ফুটানো হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর তিস্তা ব্রিজ পয়েন্টে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তাপাড়ের পাঁচ জেলায় ৪৮ ঘণ্টার কর্মসূচিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বরকত উল্লাহ বুলু বলেন, এ তিস্তাসহ অন্যান্য নদী আজ মরুভূমিতে পরিণত হয়েছে। মরুভূমি থেকে বাঁচতে হলে অতিদ্রুত বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচিত সরকার ছাড়া এ প্রকল্পগুলো বাস্তবায়ন সম্ভব হবে না।

তিনি আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচনের পর যদি শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হতো, তাহলে কি মুক্তিযুদ্ধ হতো? শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি, দিকনির্দেশনাও দেননি; বরং আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে চলে গিয়েছিলেন। শেখ মুজিবের শাসনামলে রক্ষীবাহিনী ৪০ হাজার দেশপ্রেমিক মানুষ ও রাজনৈতিক নেতাকে হত্যা করেছিল এবং আওয়ামী লীগের যারা বিড়ি খেতে পারত না তারাও আঙুল ফুলে কলাগাছ হয়েছিল। তার সময় দুর্ভিক্ষ হয়েছিল, তখন কলাপাতা দিয়ে মৃতদের ঢেকে রাখা হতো।

স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন। তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠনের ভিত্তি ছিল ২৭ মার্চের স্বাধীনতার ঘোষণা।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে বেগম খালেদা জিয়া গভীরভাবে জড়িত, তিনি দীর্ঘ ৯ বছর আন্দোলন করেছেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি গঠিত হয়েছিল একটি প্ল্যাটফর্ম হিসেবে, যা পরে রাজনৈতিক দলে রূপ নেয়। বিএনপি ১৮ কোটি মানুষের দল, শেখ হাসিনা চাইলেও বিএনপির নেতাকর্মীদের দলে নিতে পারেননি। তারুণ্যের অহংকার তারেক রহমান বিগত ১৭ বছর লন্ডন থেকে সফলভাবে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে বিএনপি আজও সুসংগঠিত রয়েছে এবং কেউ এই দল ভাঙতে পারেনি।

বরকত উল্লাহ বুলু বলেন, যারা দীর্ঘ ১৬ বছর রাষ্ট্রক্ষমতায় ছিল, তারা শুধু নিজেদের স্বার্থ রক্ষা করেছে, জনগণের দিকে তাকায়নি। আট হাজার কোটি টাকা দিতে চেয়েছিল চীন। তারা সমীক্ষা ও ডিজাইনও করেছিল, কিন্তু সরকার ভারতের পররাষ্ট্রনীতির কাছে নতজানু হওয়ার কারণে এ প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। এখন আর আমরা ভারতের কথা শুনব না। এ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। বিদেশ যদি সাহায্য না করে, বাংলাদেশের অর্থেই এ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। তিস্তা বাঁচাতে উত্তরাঞ্চলের মানুষকে জাগ্রত হতে হবে। তাহলেই দাবি আদায় হবে ইনশাআল্লাহ।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে এ সভায় সংগঠনের নেতারা ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা সমন্বয়কারী ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিকের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, মোজহারুল ইসলাম, অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, সুন্দরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিন কেমন যাবে, জেনে নিন রাশিফলে

মারমেইড বিচ রিসোর্ট: প্রকৃতি আর পর্যটনের অসাধারণ সমন্বয়

পিরোজপুরে জনতার হাতে ভুয়া পুলিশ সদস্য আটক

হবিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০ 

ধেয়ে আসছে গ্রহাণু, ধ্বংস হয়ে যেতে পারে ঢাকাও!

আজহারির মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির

 শিক্ষার্থীদের অস্ত্র চালানো শেখাচ্ছে পোল্যান্ড

গঠন হচ্ছে নতুন ছাত্রসংগঠন, আত্মপ্রকাশ আজ

১০

ছাত্রলীগ নেতা মিস্টার গ্রেপ্তার

১১

চীনের বিরল সামরিক মহড়া

১২

জামায়াত নেতার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

১৩

২২ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

আসছে বজ্রবৃষ্টি, পড়তে পারে শিলা

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

২২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৫

১৮

বান্দরবানে অপহরণ চক্রের চার সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৯

বগুড়ায় এএসআইয়ের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ

২০
X