নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আব্দুল্লাহ আল মামুন হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। এ মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার একাধিক নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখা।
নিহত আব্দুল্লাহ আল মামুন সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সাদুল্লাপুর হাইস্কুল মাঠে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও পথসভায় বক্তারা বলেন, আব্দুল্লাহ আল মামুন কতিপয় দুর্বৃত্তের হাতে নিহত হয়েছেন। হত্যায় অংশগ্রহণকারী প্রকৃত খুনিদের রক্ষার্থে হীন ষড়যন্ত্র করতে নিরপরাধ কিছু জামায়াতের নেতাকর্মীদের আসামি করে মামলা করা হয়েছে। এসব আসামিদের মামলা থেকে বাদ দেওয়ার দাবি জানাচ্ছি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, উপজেলা শাখার সহসেক্রেটারি মুফতি মাওলানা শফিউজ্জামান সুমন প্রমুখ।
মন্তব্য করুন