চুয়াডাঙ্গা জেলার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) চত্বরে পাওয়া চারটি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কেরু কোম্পানি চত্বরে যশোর ক্যান্টনমেন্ট ৫৫ পদাতিক ব্যাটালিয়নের ক্যাপ্টেন নাফিসের নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল বোমাগুলো নিষ্ক্রিয় করেন।
এর আগে, রোববার (১৬ ফেব্রুয়ারি) কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড এলাকায় তল্লাশি চালিয়ে চারটি শক্তিশালী বোমা উদ্ধার করে যৌথবাহিনী। ২৪ ঘণ্টারও বেশি সময় আইনশৃঙ্খলা বাহিনী বোমাগুলো ঘিরে রাখে। কেরু অ্যান্ড কোম্পানি চত্বরে ফের বোমা পাওয়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
এর আগে বৃহস্পতি (১৩ ফেব্রুয়ারি) ও শনিবার (১৫ ফেব্রুয়ারি) কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশ থেকে দুটি সাদা ও লাল টেপ মোড়ানো বস্তু দেখতে পান কোম্পানির কয়েকজন নিরাপত্তা কর্মী। বোমা হতে পারে এ সন্দেহে দর্শনা থানা পুলিশ ও আর্মি ক্যাম্পে খবর দেওয়া হয়। বোমাসদৃশ বস্তু সন্দেহে সকাল থেকে রাত পর্যন্ত এটিকে ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে রাতে রাজশাহী থেকে র্যাবের ছয় সদস্যের একটি বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে এসে বোমাটির বিস্ফোরণ ঘটায়।
স্থানীয় ও প্রতিষ্ঠানটিতে কর্মরত কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিষ্ঠানে সদ্য স্থগিত হয়ে যাওয়া শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে পরিকল্পিতভাবে কোনো পক্ষ এ ঘটনা ঘটাচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
দর্শনা থানার পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর কালবেলাকে বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন