ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চলতি মৌসুমে হিমাগারে আলু সংরক্ষণে প্রতি বস্তার ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী চাষিরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে কৃষকরা আলু মাটিতে ফেলে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে স্মারকলিপিও প্রদান করা হয়।
এর আগে উপজেলা কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, সহসভাপতি খলিলুর রহমান ও নুর আলম, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, যুবদল নেতা মুনতাসিব আল মামুন মিঠু, আলু চাষি পয়গাম আলী প্রমুখ।
বক্তারা বলেন, এখন বাজারে আলুর দাম প্রতি কেজি ১০-১২ টাকা, তার ওপর হিমাগারে রাখার জন্য প্রতি বস্তা ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ব্যয় বহন করা কৃষকদের জন্য অসম্ভব। তাই এটি কমানোর জন্য হিমাগার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
পরে ভুক্তভোগী আলু চাষিরা উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের কাছে একটি লিখিত স্মারকলিপি দেন। এ সময় ইউএনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সুরহা করার আশ্বাস দেন।
মন্তব্য করুন