সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি আব্দুর রব ওয়ার্ছীকে অবৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা সেলিম আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি সমবায় কার্যালয় খুলনার উপনিবন্ধকের (বিচার) শালিসি আদালতের বিচারক খোন্দকার মনিরুল ইসলাম এ রায় দেন। ১৩ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা সমবায় দপ্তরে রায়ের কপি এসে পৌঁছে। রায়ে সভাপতি আব্দুর রব ওয়ার্ছীকে অবৈধ ঘোষণা করে সভাপতির পদ শূন্য ঘোষণা করা হয়।
আদালতের আদেশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম. খলিলুল্লাহ ২০২৩ সালের ৪ ডিসেম্বর মারা যাওয়ায় সভাপতি পদটি শূন্য হয়। এরপর সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির গত বছরের ৩১ জুলাই সভায় অবৈধভাবে সভাপতি পদে আব্দুর রব ওয়ার্ছীকে কো-অপ্ট করা হয়। সভায় তিনি সহসভাপতি হিসেবে উপস্থিতি স্বাক্ষর প্রদান ও সহসভাপতি হিসেবে সম্মানী ভাতা গ্রহণ করেন। সভার আগের দিন আব্দুর রব ওয়ার্ছী প্রিন্সিপাল অফিসার বরাবর সহসভাপতি পদ থেকে পদত্যাগপত্র দাখিল করেন।
এদিকে, সহসভাপতি হিসেবে ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থিত হয়ে উপস্থিতি স্বাক্ষর তার দ্বৈত অবস্থান প্রকাশ করে। ব্যবস্থাপনা কমিটির একটি পদে বহাল থাকা ব্যক্তিকে ব্যবস্থাপনা কমিটির অন্য কোনো পদে কো-অপ্ট করা আইনসিদ্ধ নয়। এক্ষেত্রে আব্দুর রব ওয়ার্ছী সহসভাপতি পদে বহাল থাকা অবস্থায় একই সভায় অন্য পদে অর্থাৎ ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে কো-অপ্ট করা যথাযথ হয়নি। এর বিরুদ্ধে তালা উপজেলার নগরঘাটা হাড়কাটা কৃষি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুস ছাত্তার বাদী হয়ে একটি মামলা করেন।
অপরদিকে আদালত রায়ে উল্লেখ করেছেন, সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা কমিটির বিগত ৩১ জুলাই ২৪ তারিখের সভার ২নং সিদ্ধান্তে সভাপতি পদে আব্দুর রব ওয়ার্ছীকে কো-অপ্ট আইনানুগ ও যথাযথ নয় বিধায় সভাপতি পদে কো-অপ্টের সিদ্ধান্ত বাতিল করা হলো এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদটি শূন্য ঘোষণা করা হলো।
সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা সেলিম আখতার বলেন, আদেশের কপি পোস্ট অফিসের মাধ্যমে পেয়েছি। এ আদেশের পর সভাপতি হিসেবে আব্দুর রব ওয়ার্ছী আর থাকতে পারবেন না। পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী হবে।
মন্তব্য করুন