শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেছেন, বিগত সরকার ‘পিকিউলিয়ার’- এক অদ্ভুত কায়দায় ক্ষমতায় ছিল। একই দলের ‘এ’ আর ‘বি’-এর মধ্যে নির্বাচন হলো। আবার আগের রাতে নির্বাচন। তারপরে আবার একটা দল সবাইকে পিটিয়ে বের করে দিয়ে নির্বাচন করে। এভাবে প্রায় ১৬-১৭ বছর সবার মুখ বন্ধ করে রেখেছিল।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে আলহাজ লজ্জতুন নেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪০ বছরপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আন্দোলন হলো, ‘২৪-এর বিপ্লব হলো। বাচ্চাদের এই বিপ্লবে অভিভাবকরা অংশগ্রহণ করেছে, সব মানুষ অংশগ্রহণ করেছে। আমাদের শিক্ষার্থীরা চমৎকার একটি ‘রেভ্যুলেশনে’ বিদায় করল ফ্যাসিস্ট সরকার। বিপ্লবে যারা শহীদ হয়েছে, তাদের জন্য দোয়া করি। আর যারা আহত হয়েছে তাদেরও সুস্থতার জন্য দোয়া করি।
শাবিপ্রবি ভিসি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের উচ্চবিলাসী হতে হবে। স্বপ্ন থাকতে হবে বড় হওয়ার। শিক্ষক, জ্ঞানী ও বড়দের শ্রদ্ধা সম্মান করতে হবে। আমাদের জীবনটা খুব ছোট। এই সংক্ষিপ্ত সময়ে ভালো ব্যবহার ও শিক্ষা অর্জন করে ভালো একটি জায়গায় যেতে হবে।
সরওয়ার উদ্দিন বলেন, এই প্রত্যন্ত অঞ্চলে ৪০ বছর আগে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা সহজ বিষয় ছিল না। নিশ্চয়ই অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এটি প্রতিষ্ঠিত হয়েছে। আজ একটি সুন্দর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। এলাকায় এ প্রতিষ্ঠান জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। পাশাপাশি নারী শিক্ষায়ও ব্যাপক ভূমিকা রাখছে। দরিদ্র মেধাবীদের খুঁজে বের করে তাদের বৃত্তির ব্যবস্থা করতে সাবেক শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন